বড় আলমপুর ইউনিয়ন

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

বড়আলমপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটির পুরো নাম ৭নং বড়আলমপুর ইউনিয়ন।

বড়আলমপুর
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলাপীরগঞ্জ উপজেলা, রংপুর উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

বড়আলমপুর ইউনিয়নের অধীনে মোট ২০টি গ্রাম আছে।[১]

  1. বাশঁপুকুরিয়া
  2. পত্নীচড়া
  3. শ্যামদাসের পাড়া
  4. আকুবের পাড়া
  5. গাজীখা
  6. রাজারামপুর
  7. ফতেপুর ফকিরা
  8. বড় উমরপুর
  9. বড় আলমপুর
  10. হিজলগাড়ী
  11. পাটগ্রাম
  12. খষ্ট্রি
  13. ছোট উজিরপুর
  14. কৈগাড়ী
  15. হোসেনপুর
  16. ধর্মদাসপুর
  17. তাতারপুর
  18. শিমুলবাড়ী
  19. রামনাথপুর
  20. ছোট রসুলপুর

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

বড়আলমপুর ইউনিয়নের মোট লোক সংখ্যা: ২২.৬৭৯ জন। পুরুষ: ১১৬৮৫ জন, মহিলা: ১০৯৯৪ জন।[১]

শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা

সম্পাদনা

ইউনিয়নটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ— [২]

  • শিক্ষার হারঃ ৩৮%
  1. প্রাথমিক বিদ্যালয় : ১৪টি
  • সরকারী ৮টি
  • বেসরকারী ৬টি
  1. উচ্চ বিদ্যালয় : ২টি
  2. নিম্ন মাধ্যমিক : ৪টি
  3. কলেজ : নাই
  4. মাদ্রাসার সংখ্যাঃ ৭টি
  5. ভকেশনাল : ১টি

দর্শনীয় স্থান

সম্পাদনা

[৩]

  • পাটগ্রাম মাজারশরীফ
  • মনজিলার দরগার
  • হরিংশিং দিঘী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "http://boroalampurup.rangpur.gov.bd গ্রাম ও লোক সংখ্যা"। ২৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "http://boroalampurup.rangpur.gov.bd এক নজরে বড় আলমপুর ইউনিয়ন"। ২৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. "http://boroalampurup.rangpur.gov.bd দর্শনীয় স্থান"। ২৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৭  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)