বড়পেটা বিধানসভা কেন্দ্র
বড়পেটা বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (ছয় বার)।
বড়পেটা | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
দেশ | ভারত |
রাজ্য | আসাম |
বিভাগ | নিম্ন আসাম |
জেলা | বড়পেটা |
কেন্দ্র নং. | ৪৩ |
লোকসভা কেন্দ্র | ৬. বড়পেটা |
নির্বাচনী বছর | ২,০৭,৫৩৬ (২০২১) |
ভোটার পরিসংখ্যান
সম্পাদনা২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,০৭,৫৩৬ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,০৫,২৫৬ জন এবং নারী ভোটার ১,০২,২৭৫ জন। এছাড়াও পাঁচজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। বড়পেটা বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৭২।
২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৮১,৩৮৫ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯৩,৫০০ জন এবং নারী ভোটার ৮৭,৭৮৫ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৫৪,৩৪৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮০,৯১০ জন এবং নারী ভোটার ৭৩,৪৩৩ জন।[৩]
বিধানসভার সদস্য
সম্পাদনানির্বাচন[৪] | বিধায়ক | দল | সময়কাল | |
---|---|---|---|---|
২০২১ | আব্দুর রহিম আহমেদ | আইএনসি | ২০২১-বর্তমান | |
২০১৬ | গুণীন্দ্র নাথ দাস | অগপ | ২০১৬-২০২১ | |
২০১১ | আবদুর রহিম খান | এআইইউডিএফ | ২০১১-১৬ | |
২০০৬ | গুণীন্দ্র নাথ দাস | অগপ | ২০০৬-১১ | |
২০০১ | ইসমাইল হোসেন | আইএনসি | ১৯৯১-২০০৬ | |
১৯৯৬ | style="background-color: টেমপ্লেট:নিখিল ভারতীয় ইন্দিরা কংগ্রেস (তিওয়ারি)/মেটা/রঙ| | এআইআইসিটি | ||
১৯৯১ | আইএনসি | |||
১৯৮৫ | কুমার দীপক দাস | স্বতন্ত্র | ১৯৮৫-৯১ | |
১৯৮৩ | ইসমাইল হোসেন | ১৯৮৩-৮৫ | ||
১৯৭৮ | এ. লতিফ | ১৯৭৮-৮৩ | ||
১৯৭২ | সুরেন্দ্রনাথ দাঁ | আইএনসি | ১৯৭২-৭৮ | |
১৯৬৭ | এস.এন দাস | পিএসপি | ১৯৬৭-৭২ | |
১৯৬৫ | ডি. তালুকদার | আইএনসি | ১৯৬৫-৬৭ | |
১৯৬২ | মধুসূদন দাস | পিএসপি | ১৯৬২-৬৫ | |
১৯৫৭ | শ্রীহরি দাস | ১৯৫৭-৬২ | ||
১৯৫৭ | মহাদেব দাস | আইএনসি | ১৯৫৭-৫৭ |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০২১ ফলাফল
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কংগ্রেস | আবদুর রহিম আহমেদ | ১,১১,০৮৩ | ৬১.০৪% | +২৫.৬৫ | |
অগপ | শচীন সাহু | ৬৬,৩৬৪ | ৩৬.৪৭% | -২.৪৮ | |
টিএনআর | শফিকুল ইসলাম | ৯৬৫ | ০.৫৩% | অপ্রযোজ্য | |
উপরের কোনোটিই নয় | উপরের কোনোটিই নয় | ৩,৫৮৯ | |||
জয়ের ব্যবধান | ৪৪,৭১৯ | ২৪.৫৭% | |||
ভোটার উপস্থিতি | ১,৮১,৯৯২ | ৮৭.১% | −৩.০১ | ||
অগপ থেকে কংগ্রেস অর্জন করেছে | সুইং |
২০১৬ ফলাফল
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
অগপ | গুণীন্দ্র নাথ দাস | ৬৩,৫৬৩ | ৩৮.৯৫ | +৪.৯৪ | |
কংগ্রেস | এ. রহিম আহমেদ | ৫৭,৭৫৩ | ৩৫.৩৯ | +২০.৫৭ | |
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা | আব্দুর রহিম খান | ৩৭,৬৯৭ | ২৩.১০ | -২০.২৯ | |
স্বতন্ত্র | সঞ্জয় কুমার দাস | ৯৩৬ | ০.৫৭ | অপ্রযোজ্য | |
ভারতের রিপাবলিকান পার্টি | আতিকুর রহমান | ৮২০ | ০.৫০ | অপ্রযোজ্য | |
স্বতন্ত্র | ফারুক খান | ৭৭৪ | ০.৪৭ | অপ্রযোজ্য | |
স্বতন্ত্র | সোহরাব হোসেন | ৬৭২ | ০.৪১ | অপ্রযোজ্য | |
উপরের কোনোটিই নয় | উপরের কোনোটিই নয় | ৯৩৭ | ০.৫৭ | অপ্রযোজ্য | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৮১০ | ৩.৫৬ | −৫.৮২ | ||
ভোটার উপস্থিতি | ১,৬৩,১৫২ | ৯০.১১ | +৩.৭৯ | ||
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা থেকে অগপ অর্জন করেছে | সুইং |
২০১১ ফলাফল
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা | আব্দুর রহিম খান | ৫৬,৯১৫ | ৪৩.৩৯ | +৩১.০৬ | |
অগপ | গুণীন্দ্রনাথ দাস | ৪৪,৬০৬ | ৩৪.০১ | -৭.৯৮ | |
কংগ্রেস | আব্দুল কায়েম | ১৯,৪৪৩ | ১৪.৮২ | -২৪.৫৮ | |
বিপিএফ | আব্দুল কুদ্দুস | ৪,৯৪১ | ৩.৭৭ | অপ্রযোজ্য | |
বিজেপি | অমিয় কুমার তালুকদার | ৩,৯৬২ | ৩.০২ | -১.৪৯ | |
তৃণমূল | জেহেরুল হক | ১,২৯৭ | ০.৯৯ | অপ্রযোজ্য | |
সংখ্যাগরিষ্ঠতা | ১২,৩০৯ | ৯.৩৮ | +৬.৭৯ | ||
ভোটার উপস্থিতি | ১,৩১,১৬৪ | ৮৬.৩২ | +৪.৯৯ | ||
অগপ থেকে নিখিল ভারত সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা অর্জন করেছে | সুইং | +১১.৫৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬।
- ↑ "About Barpeta constituency"। Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১।
- ↑ https://www.news18.com/assembly-elections-2021/assam/barpeta-election-result-s03a043/
- ↑ "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১।
- ↑ "AC_Wise Final Result as per Form 21E"। CEO Assam (ইংরেজি ভাষায়)।