বঙ্গসোনাহাট ইউনিয়ন

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার একটি ইউনিয়ন

১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

বঙ্গসোনাহাট ইউনিয়ন
ইউনিয়ন
১০নং বঙ্গসোনাহাট ইউনিয়ন।
বঙ্গসোনাহাট ইউনিয়ন রংপুর বিভাগ-এ অবস্থিত
বঙ্গসোনাহাট ইউনিয়ন
বঙ্গসোনাহাট ইউনিয়ন
বঙ্গসোনাহাট ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
বঙ্গসোনাহাট ইউনিয়ন
বঙ্গসোনাহাট ইউনিয়ন
বাংলাদেশে বঙ্গসোনাহাট ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৫′৪.১৯৬″ উত্তর ৮৯°৪৪′৫৪.৫৬০″ পূর্ব / ২৬.০৮৪৪৯৮৮৯° উত্তর ৮৯.৭৪৮৪৮৮৮৯° পূর্ব / 26.08449889; 89.74848889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাভূরুঙ্গামারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩৮.৩৫ বর্গকিমি (১৪.৮১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোটপ্রায় ৩৬,৬৯৫
সাক্ষরতার হার
 • মোট৫৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

নামকরণ সম্পাদনা

ইউনিয়ন এর নাম করন এর সঠিক ইতিহাস জানা নেই, তবে ভারত রাজ্যের সোনাহাট থেকে এই এলাকার নাম করা হয় বাংলা সোনাহাট অথবা বঙ্গ সোনাহাট

অবস্থান সম্পাদনা

সোনাহাট ইউনিয়নের উত্তর পার্শ্বে চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন, পশ্চিম পার্শ্বে পাইকের ছড়া ইউনিয়ন, পূব পার্শ্বে ভারতের আসাম রাজ্য, পূর্ব দক্ষিনে বলদিয়া ইউনিয়ন ও দক্ষিণ পার্শ্বে আন্ধারীঝাড় ইউনিয়ন অবস্থিত।[২]

গ্রাম ও মৌজা সম্পাদনা

মৌজার সংখ্যা: ০৫ টি, ১) ভরতেরছড়া, ২) বানুর কুটি, ৩) চর বলদিয়া, ৪) চর বলদিয়া, ৫) মাহিগঞ্জ।

গ্রামের সংখ্যা: ৯টি- ১) বানুর কুটি, ২) ঢাকাইয়া পাড়া, ৩) চরৃয়া, ৪) গয়াবাড়ী, ৫) ভরতের ছড়া, ৬) উত্তর ভরতের ছড়া ৭) কামারটারী, ৮) চকানিপাড়া গনাইর কুটি, ৯) মাহিগঞ্জ চান্দুনিয়া। [২]

অন্যান্য তথ্য সম্পাদনা

  • ঈদগাহ-১২টি
  • ক্রীড়া সংগঠন-২৯টি
  • পেশাজীবি সংগঠন-৩০টি
  • হাট বাজার সংখ্যা : ০৪ টি।
  • ব্যাংক-১টি-এশিয়া ব্যাংক। [২]

শিক্ষা সম্পাদনা

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৭টি
  • রেজি: প্রাথমিক বিদ্যালয় : ১টি
  • উচ্চ বিদ্যালয় : ৪টি
  • ডিগ্রী কলেজ-১টি
  • মাদ্রাসা : ১টি।[২]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

ভূরুঙ্গামারী বাসষ্ট্যান্ড হতে অটো অথবা রিক্সা যোগে পাকা মেইন রাস্তায় সোনাহাট ইউনিয়নের আসা যায়। যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ। সোনাহাট ইউনিয়ন পরিষদ হতে সোনাহাট স্থল বন্দর ২.০০ কিলোমিটার। সোজা মেইন রোড সোনাহাট স্থল বন্দরের দিকে চলে গিয়েছে। সোনাহাট স্থল বন্দর যাওয়ার সময় সোনাহাট ক্যাম্প পাওয়ায় যায়। খুবই সুন্দর মনোরম পরিবেশে সোনাহাট স্থল বন্দর অবস্থিত।[২]

প্রখ্যাত ব্যক্তি সম্পাদনা

দর্শনীয় সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. উপজেলা, ভুরুঙ্গামারী (৩১ জুলাই ২০২১)। "ভুরুঙ্গামারী উপজেলা"ভুরুঙ্গামারী উপজেলা। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  2. ইউনিয়ন, সোনাহাট (২৯ জুলাই ২০২১)। "সোনাহাট ইউনিয়ন"সোনাহাট ইউনিয়ন। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২১