ফ্র্যাঙ্কলিন ম্যাথিয়াস

ফ্র্যাঙ্কলিন থম্পসন ম্যাথিয়াস (১৩ মার্চ ১৯০৮ – ৩ ডিসেম্বর ১৯৯৩) একজন আমেরিকান সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রকল্পের একটি মূল সুবিধা হ্যানফোর্ড পারমাণবিক ক্ষেত্র নির্মাণের নির্দেশনা দিয়েছিলেন।

ফ্র্যাঙ্কলিন টি. ম্যাথিয়াস
জন্ম(১৯০৮-০৩-১৩)১৩ মার্চ ১৯০৮
গ্লিডেন, উইসকনসিন
মৃত্যু৩ ডিসেম্বর ১৯৯৩(1993-12-03) (বয়স ৮৫)
ওয়ালনাট ক্রিক, ক্যালিফোর্নিয়া
আনুগত্যমার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র
সেবা/শাখা মার্কিন সেনাবাহিনী
কার্যকাল১৯৪১–১৯৪৬
পদমর্যাদা কর্নেল
নেতৃত্বসমূহহ্যানফোর্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কস
যুদ্ধ/সংগ্রামদ্বিতীয় বিশ্বযুদ্ধ
পুরস্কার বিশিষ্ট পরিষেবা পদক
অন্য কাজকায়সার ইঞ্জিনিয়ার্সের সহ-সভাপতি

উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক, ম্যাথিয়াস ১৯৩৫ খ্রিস্টাব্দে জুনিয়র হাইড্রোলিক ইঞ্জিনিয়ার হিসাবে টেনেসি ভ্যালি অথরিটিতে (টিভিএ) যোগদান করেন এবং জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ফ্র্যাঙ্কলিন হারম্যান ম্যাথিয়াস ও ক্রিস্টিনা থম্পসনের পুত্র, ফ্র্যাঙ্কলিন থম্পসন ম্যাথিয়াস ১৯০৮ খ্রিস্টাব্দের ১৩ মার্চ উইসকনসিনের গ্লিডেনে জন্মগ্রহণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "UW-Madison College of Engineering, Engineers' Day, 1974 Award Recipients"উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৩