ফ্রেডরিক বুল

ইংরেজ ক্রিকেটার

ফ্রেডরিক জর্জ বুল (ইংরেজি: Frederick Bull; জন্ম: ২ এপ্রিল, ১৮৭৫ - মৃত্যু: ১৬ সেপ্টেম্বর, ১৯১০) লন্ডনের হ্যাকনি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত প্রথম-শ্রেণীর ইংরেজ ক্রিকেট তারকা ছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্সের প্রতিনিধিত্ব করেছেন ফ্রেডরিক বুল। দলে তিনি মূলতঃ অফ ব্রেক বোলার হিসেবে খেলতেন। এছাড়াও নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন তিনি।

ফ্রেডরিক বুল
ফ্রেডরিক বুল.png
আনুমানিক ১৯০০ সালের গৃহীত স্থিরচিত্রে ফ্রেডরিক বুল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামফ্রেডরিক জর্জ বুল
জন্ম (1875-05-02) ২ মে ১৮৭৫ (বয়স ১৪৭)
হ্যাকনি, লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু১৬ সেপ্টেম্বর ১৯১০(1910-09-16) (বয়স ৩৫)
সেন্ট অ্যানিস-অন-সী, ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৯৫
রানের সংখ্যা ১২৭৪
ব্যাটিং গড় ১২.৩৬
১০০/৫০ -/-
সর্বোচ্চ রান ৫১
বল করেছে - ৯০৪২
উইকেট - ৪১৬
বোলিং গড় - ২১.৭৩
ইনিংসে ৫ উইকেট - ৩৪
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ৯/৯৩
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ৪৬/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২০ মে ২০১৮

খেলোয়াড়ী জীবনসম্পাদনা

ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে এসেক্সের পক্ষে খেলতেন। ক্লাবের পক্ষে বেশ কয়েক মৌসুম দূর্দান্ত সময় অতিবাহিত করেন। ১৮৯৬ সালে ৮৫, ১৮৯৭ সালে ১২০ ও ১৮৯৮ সালে ১০১ উইকেট লাভ করেন। কিন্তু, ১৮৯৯ সাল থেকে তার খেলায় ছন্দপতন লক্ষ্য করা যায়। এ বছর মাত্র ৬৫ উইকেট পান তিনি। পরের বছর সাত খেলায় মাত্র পাঁচ উইকেট নেয়ার পর খেলার জগৎ থেকে দূরে সরে যান। ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকবার্নে চাকরি নেন।

এরপর সংক্ষিপ্ত সময়ের জন্য খেলার জগতে ফিরে আসেন তিনি। এসেক্সের পক্ষে পাঁচ বছর পূর্বে সর্বশেষ খেলায় অংশগ্রহণের পর স্কটল্যান্ড দলের সদস্যরূপে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে ১৯০৫ সালে খেলেন। খেলায় তিনি আট উইকেট লাভ করেন তিনি। প্রথম ইনিংসে তিন উইকেট সংগ্রহের পর দ্বিতীয় ইনিংসে ৫/৫৮ বোলিং পরিসংখ্যান দাঁড় করান।

ব্যক্তিগত জীবনসম্পাদনা

১৮৯৮ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হন।[১]

১৬ সেপ্টেম্বর, ১৯১০ তারিখে মাত্র ৩৫ বছর বয়সে ল্যাঙ্কাশায়ারের সেন্ট অ্যান্স-অন-সী এলাকায় ফ্রেডরিক বুলের সলিল সমাধি ঘটে।

তথ্যসূত্রসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা