ফেলিপে মোন্তেইরো

ব্রাজিলীয় ফুটবলার

ফেলিপে আউগুস্তো দে আলমেইদা মোন্তেইরো (পর্তুগিজ: Felipe, ব্রাজিলীয় পর্তুগিজ: [fˌelˈipy]; জন্ম: ১৬ মে ১৯৮৯; ফেলিপে মোন্তেইরো এবং সংক্ষেপে ফেলিপে নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ফেলিপে
ATL-Madrid-Lokomotiv001-Felipe.jpg
২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদের হয়ে ফেলিপে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফেলিপে আউগুস্তো দে আলমেইদা মোন্তেইরো
জন্ম (1989-05-16) ১৬ মে ১৯৮৯ (বয়স ৩৩)
জন্ম স্থান মোজি দাস ক্রুজেস, ব্রাজিল
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আতলেতিকো মাদ্রিদ
জার্সি নম্বর ১৮
যুব পর্যায়
২০০৭–২০০৮ ভালত্রা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১১ উনিয়াও (০)
২০১১রেড বুল ব্রাগান্তিনো (ধার) ৩৪ (১)
২০১২–২০১৬ করিন্থিয়ান্স ৮৮ (৫)
২০১৬–২০১৯ পোর্তু ৯৩ (৬)
২০১৯– আতলেতিকো মাদ্রিদ ৮৩ (৩)
জাতীয় দল
২০১৮– ব্রাজিল (০)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:৩৪, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৩৪, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফেলিপে ২০১৮ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবনসম্পাদনা

ফেলিপে আউগুস্তো দে আলমেইদা মোন্তেইরো ১৯৮৯ সালের ১৬ই মে তারিখে ব্রাজিলের মোজি দাস ক্রুজেসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবলসম্পাদনা

২০১৮ সালের ১১ই সেপ্টেম্বর তারিখে, ২৯ বছর, ৩ মাস ও ২৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ফেলিপে এল সালভাদোরের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন।[১][২] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় আন্দেরসন ভিতালের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচে তিনি ৪ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি ব্রাজিল ৫–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে ফেলিপে সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যানসম্পাদনা

আন্তর্জাতিকসম্পাদনা

৯ অক্টোবর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ব্রাজিল ২০১৮
২০২০
সর্বমোট

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Brasil goleia El Salvador na estreia de Felipe e Éder Militão" (পর্তুগিজ ভাষায়)। SAPO। ১২ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯ 
  2. "Brazil vs. El Salvador - 12 September 2018 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  3. "Brazil - El Salvador 5:0 (Friendlies 2018, September)"worldfootball.net। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  4. "Brazil - El Salvador, Sep 12, 2018 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  5. Strack-Zimmermann, Benjamin। "Brazil vs. El Salvador"www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 

বহিঃসংযোগসম্পাদনা