ফেরা (২০১২-এর চলচ্চিত্র)

তারেক মাসুদের সাক্ষাৎকারভিত্তিক একটি প্রামাণ্য চলচ্চিত্র

ফেরা ২০১২ সালের একটি বাংলা প্রামাণ্য চলচ্চিত্র। প্রসূন রহমান পরিচালিত ও ক্যাথরিন মাসুদ প্রযোজিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের সাক্ষাৎকারভিত্তিক একটি প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের ব্যান্যারে।[১] তারেক মাসুদের প্রথম মৃত্যুবার্ষিকী দিবস, ১২ আগস্ট, ২০১২ সালে শাহবাগের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শন প্রদর্শিত হয়। পরবর্তীতে ১৩ আগস্ট, ২০১২ সালে সময় টিভিতে ছবিটি সম্প্রচারিত হয়।

ফেরা
ফেরা ছবির পোস্টার
পরিচালকপ্রসূন রহমান
প্রযোজকক্যাথরিন মাসুদ
শ্রেষ্ঠাংশেতারেক মাসুদ
চিত্রগ্রাহকবায়েজিদ কামাল
সম্পাদকআব্দুল্লাহ আল নাসের
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকলেজার ভিশন
মুক্তি
  • ১৩ আগস্ট ২০১২ (2012-08-13) (ঢাকা)

কর্মীবৃন্দ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বিনোদন প্রতিবেদক (ডিসেম্বর ৭, ২০১৩)। "আজ-'ফেরা'"প্রথম আলো। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৬, ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা

ইন্টারনেট মুভি ডেটাবেজে ফেরা   (ইংরেজি)