ফেনী আলিয়া কামিল মাদ্রাসা

(ফেনী আলিয়া মাদ্রাসা থেকে পুনর্নির্দেশিত)

ফেনী আলিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের ফেনী জেলাসদর উপজেলার মিজানপাড়ায় অবস্থিত একটি প্রাচীনতম ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা[১][২] মাদ্রাসাটি ১৯২৩ সালে স্থানীয় ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলো, বর্তমানে এই মাদ্রাসায় প্রায় ১৪০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এটি ২০১৬ সাল থেকে মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি অনার্স মাদ্রাসা।[৩] এই মাদ্রাসায় বিজ্ঞান ও মানবিক উভয় শাখায় পাঠদান করা হয়। দাখিল ও আলিম ফলাফলের দিক থেকে মাদ্রাসাটি প্রায়ই জেলার শীর্ষে অবস্থান করে। এই মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় সর্বোচ্চ শ্রেণী কামিল চালু রয়েছে। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা মাহমুদুল হাসান।[৪]

ফেনী আলিয়া কামিল মাদ্রাসা
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯২৩; ১০১ বছর আগে (1923-01-01)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
অধ্যক্ষমাওলানা মাহমুদুল হাসান
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ১৪০০
ঠিকানা
মিজানপাড়া
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১০৬৬২৮
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা৯০৩০৯৪০১
ওয়েবসাইটhttp://106628.ebmeb.gov.bd/
মাদ্রাসার লোগো

ইতিহাস সম্পাদনা

১৯২৩ সালে ফেনী সদর উপজেলার মৌলভি আব্দুর রাজ্জাক (এম এল এ) সহ কিছু নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব এলাকায় শিক্ষাবিস্তারের জন্য একটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ হিসাবে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। তিনি মাদ্রাসার জন্য ৩৩শতাংশ জমি দান করেন। প্রাথমিকভাবে তারা নিজেরাই অর্থ সংগ্রহ করে মাদ্রাসাটি পরিচালনা করতে থাকে। এরপর ১৯৫৩ সালে মাদ্রাসাটি সরকারি স্বীকৃতি লাভ করে। তারপর মাদ্রাসাটি ধীরে ধীরে দাখিল, আলিম, ফাজিল এবং সর্বশেষ কামিল স্বীকৃতি লাভ করে।

বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সম্পাদনা

২০০৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় সংশোধনী আইন, ২০০৬ মোতাবেক মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়।[৫] এরফলে ফাজিল ও কামিল পরীক্ষা উভয় মিলিয়ে সাধারণ শিক্ষার পূর্ণ স্নাতক ডিগ্রির সমমান লাভ করে। এরপরে ২০১৬ সালে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিকরন করার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, এবং হলে আলিয়া মাদ্রাসাসমূহ সেখানে স্থানান্তরিত করা হয়।[৬]

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

মাদ্রাসায় ইবতেদায়ী থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ পর্যায় কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। এই মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা রয়েছে। এবং ফাজিল ও পর্যায়ে আল কুরআন ও ইসলামি অধ্যয়ন, আল হাদিস ও ইসলামি অধ্যয়ন, দাওয়াহ প্রভৃতি বিভাগ চালু আছে। এছাড়াও কামিল পর্যায়ে আল কুরআন ও আল হাদিস নিয়ে উচ্চ পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ ও উপাধ্যক্ষ যথাক্রমে মাওলানা মাহমুদুল হাসান ও এ কে এম আতিকুর রহমান।[৭][৮]

  • হেফজ বিভাগঃ এছাড়াও ২০২০ সালে মাদ্রাসায় আলিয়া কার্যক্রমের পাশাপাশি হেফজ বিভাগও চালু হয়েছে। একই সালে শিক্ষার্থীদের সুবিধার জন্য নতুন ভবন নির্মান করা হয়েছে।

সুযোগ-সুবিধা সম্পাদনা

খেলার মাঠ সম্পাদনা

কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার চারিদিকে দেয়ালের মাঝখানে শিক্ষার্থীদের খেলার জন্য সুবিশাল মাঠ রয়েছে। এখানে অবসর সময়ে ও পাঠদান শেষে মাদ্রাসার ছাত্ররা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এখানে খেলা-ধুলা করে থাকে। এই মাদ্রাসার ছাত্ররা খেলা-ধুলায় ভালো করে থাকে।[৯]

গ্রন্থাগার সম্পাদনা

মাদ্রাসার সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত লাইব্রেরী রয়েছে। দাখিল থেকে শুরু করে কামিল পর্যায়ের সকল শিক্ষার্থীরা এখান থেকে বই ধার নিয়ে পড়াশোনা করতে পারে। ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ উচ্চতর গবেষণাধর্মী বই রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Feni Alia Kamil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  2. "এডুকেশন ম্যানেজমেন্ট সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি" (পিডিএফ)মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর 
  3. প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "আরও ২১ মাদ্রাসায় অনার্স কোর্স"bangla.bdnews24.com। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  4. "ফেনীর ঈদ জামাতে করোনায় নিহতদের জন্য বিশেষ দোয়া"banglanews24.com। ২০২২-০৫-০৩। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  5. "আলিয়া মাদরাসার উৎপত্তি ও ক্রমবিকাশ"lekhapora24.net। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ 
  6. "মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রত্যাশা"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 
  7. Halchal, ফেনীর হালচাল :: Fenir। "ফেনী আলিয়া মাদরাসার হেফজখানার ভবন নির্মাণে ব্যবসায়ীর অনুদান"Fenir Halchal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  8. সংবাদদাতা, ছাগলনাইয়া (ফেনী) উপজেলা। "ফেনী আলিয়া কামিল মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস মাওলানা ইব্রাহীমের ইন্তেকাল"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  9. প্রতিবেদক, নিজস্ব। "ফেনীতে স্কুল ক্রিকেট"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২