ফুল (১৯৪৫-এর চলচ্চিত্র)
১৯৪৫ সালের একটি ভারতীয় হিন্দি চলচ্চিত্র
ফুল হল ১৯৪৫ সালের একটি ভারতীয় হিন্দি চলচ্চিত্র। ১৯৪৫ সালে সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রের তালিকায় চার নম্বরে ছিল চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি পরিচালনা করেন কে. আসিফ যিনি পরবর্তীকালে বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র মুগল-ই-আজম তৈরি করেছিলেন।[১]
ফুল | |
---|---|
পরিচালক | কে. আসিফ |
রচয়িতা | কামাল আমরোহি |
শ্রেষ্ঠাংশে | পৃথ্বীরাজ কাপুর, সুরাইয়া, দুর্গা খোটে, সিতারা দেবী, বীণা কুমারী |
সুরকার | গোলাম হায়দার |
চিত্রগ্রাহক | কুমার জয়বন্ত |
মুক্তি | ১৯৪৫ |
দেশ | ব্রিটিশ ভারত |
ভাষা | হিন্দি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Top Earners 1945"। Box Office India। ১৬ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১১।