ফুলবাড়ী সরকারি কলেজ

দিনাজপুরের একটি সরকারি কলেজ

ফুলবাড়ী সরকারি কলেজ দিনাজপুরের একটি সরকারি কলেজ। এটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সালে সরকারি ঘোষণা করা হয়। যা ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদীর তীরে সুজাপুর মৌজায় ২০.৯৮ একর জমির উপর অবস্থিত।[১] এতে উচ্চ মাধ্যমিক কোর্স (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা), ডিগ্রি পাস কোর্স (বিএ, বিএসএস, বিএসসি এবং বিবিএ) এবং অনার্স কোর্সে (বাংলা, ইংরেজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন ও গণিত)[২] শিক্ষাদান করা হয়।

ফুলবাড়ী সরকারি কলেজ
প্রতিষ্ঠানিক লোগো
ধরনসরকারি
স্থাপিত১৯৬৩; ৬১ বছর আগে (1963)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষআলতাফ হোসেন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫১
শিক্ষার্থী৫,০০০ +
ঠিকানা, ,
শিক্ষাঙ্গন২০.৯৮ একর
ভাষাবাংলা
ওয়েবসাইটwww.phulbarigovtcollege.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

বিভিন্ন ব্যক্তিবর্গের উদ্যোগ ও প্রচেষ্টায় ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে কোলাহল মুক্ত পরিবেশে ১৯৬৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ফুলবাড়ী সরকারি কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে ১৯৮৯ খ্রি. পর্যন্ত সময়ে প্রাক্তন অধ্যক্ষ জনাব আব্দুল আজিজ এবং উপাধ্যক্ষ আব্দুস সামাদ শক্ত হাতে অত্যন্ত দক্ষতার সাথে কলেজটি পরিচালনা করেন। পরে কলেজে বি.এসসি. কোর্স চালু হয়। প্রতিমন্ত্রী মোঃ মনসুর আলী সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর ঘোষণার মাধ্যমে ০৫/১১/১৯৮৯ খ্রি. তারিখে কলেজটি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর কলেজটিকে সঠিকভাবে গোছানোর এবং উন্নয়নের মূল দায়িত্ব পালন করেন অধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. সাইদুর রহমান। ঐ সময় মোঃ মোস্তাফিজুর রহমান (ফিজার) এম.পি. এর ঐকান্তিক প্রচেষ্টায় দুইটি একাডেমিক ভবন (একটি তিন তলা ও একটি দুই তলা) নির্মিত হয় এবং জমি সংক্রান্ত কিছু সমস্যা সমাধান হয়।

কলেজের ২০.৯৮ একর জমি, একটি খেলার মাঠ, ১টি ছাত্রাবাস, ২টি একাডেমিক ভবন ১৯টি শ্রেণিকক্ষ, ১টি গ্রন্থাগার, ৫টি গবেষণাগার, শিক্ষক কমন রুম, অধ্যক্ষের কক্ষ, উপাধ্যক্ষের কক্ষ, অফিস কক্ষ, এবং ১টি জামে মসজিদ রয়েছে। কলেজটির পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিদ্যা গবেষণাগার এবং লাইব্রেরী অন্ত্যন্ত সমৃদ্ধশালী। কলেজটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ১১টি সহযোগী অধ্যাপক ১৩ টি সহকারী অধ্যাপক ও ২৫ টি প্রভাষক সহ মোট ৫১ টি পদ রয়েছে। বাংলা, ইংরেজী, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, গণিত, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যাবস্থাপনা, এবং ফিন্যান্স ও ব্যাংকিং সহ মোট ১৬ টি বিষয়ে পাঠদান করা হয়।

২০১৩ – ২০১৪ শিক্ষাবর্ষ থেকে বাংলা ও গণিত বিষয়ে প্রথম অনার্স কোর্স চালু হয় এবং ২০/১০/২০১৩ খ্রি. তারিখে অনার্স কোর্স উদ্বোধন করেন। ২০১৪ – ২০১৫ শিক্ষাবর্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইংরেজী ও রসায়ন বিষয়ে অনার্স কোর্স চালু হয়। অধ্যক্ষ প্রফেসর ব্রজেন্দ্রনাথ রায় ০৬/১০/২০১৫ ইং তারিখে কলেজে যোগদান করেন।

অনুষদ ও বিভাগ সমূহ

সম্পাদনা

কলেজে পঠিত বর্তমান অনুষদ ও বিভাগসমূহ -

এইচ.এস.সি

সম্পাদনা
  • বিজ্ঞান
  • মানবিক
  • ব্যবসায় শিক্ষা

স্নাতক (পাস)

সম্পাদনা
  • বি.এ.
  • বি.এস.এস.
  • বি.বি.এস.
  • বি.এস.সি.

স্নাতক (সম্মান)

সম্পাদনা
  • বাংলা
  • ইংরেজি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • দর্শন
  • রসায়ন
  • গণিত

হোস্টেল

সম্পাদনা

বর্তমানে ফুলবাড়ী সরকারি কলেজে একটি ছেলে হল রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "phulbarigovtcollege.edu.bd/about"phulbarigovtcollege.edu.bd। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৪ 
  2. "National University :: College Details"www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০১ 

বহিঃসংযোগ

সম্পাদনা