ফুটবল ক্লাব হোঙ্কা

ফুটবল ক্লাব হোঙ্কা (ইংরেজি: Football Club Honka; এছাড়াও এস্পোর্ত হোঙ্কা, এফসি হোঙ্কা অথবা শুধুমাত্র হোঙ্কা নামে পরিচিত) হচ্ছে এস্পু ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি হোঙ্কা তাদের সকল হোম ম্যাচ এস্পুর তাপিওলান উরহেইলুপুইস্তোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভেসা ভাসারা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফারিদ আইনেতদিন। ফিনীয় মধ্যমাঠের খেলোয়াড় দুয়ার্তে তাম্মিলেহতো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

হোঙ্কা
পূর্ণ নামফুটবল ক্লাব হোঙ্কা
প্রতিষ্ঠিত১৯৫৭; ৬৭ বছর আগে (1957)
মাঠতাপিওলান উরহেইলুপুইস্তো
ধারণক্ষমতা৬,০০০
সভাপতিফিনল্যান্ড ফারিদ আইনেতদিন
ম্যানেজারফিনল্যান্ড ভেসা ভাসারা
লিগভেইক্কাউসলিগা
২০১৯৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি হোঙ্কা এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ফিনীয় কাপ, ২টি ফিনীয় লীগ কাপ এবং ১টি ইক্কোনেন শিরোপা রয়েছে।

ভেইক্কাউসলিগা

ইক্কোনেন

ফিনীয় কাপ

ফিনীয় লীগ কাপ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  2. "বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব হোঙ্কা টেমপ্লেট:ভেইক্কাউসলিগা