ভালকেয়াকোস্কেন হাকা (ফিনীয়: Valkeakosken Haka, ইংরেজি: Football Club Haka; এছাড়াও ফুটবল ক্লাব হাকা, এফসি হাকা অথবা শুধুমাত্র হাকা নামে পরিচিত) হচ্ছে ভালকেয়াকস্কি ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। হাকা তাদের সকল হোম ম্যাচ ভালকেয়াকস্কির তেহিতান কেনতায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩,৫১৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তেমু তাইনিও এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অল্লি হুত্তুনেন। মার্কিন মধ্যমাঠের খেলোয়াড় জ্যাকব বুশো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]

হাকা
পূর্ণ নামভালকেয়াকস্কেন হাকা
ডাকনামহাকা
প্রতিষ্ঠিত১৯৩৪; ৯০ বছর আগে (1934)
মাঠতেহিতান কেনতা
ধারণক্ষমতা৩,৫১৬
সভাপতিফিনল্যান্ড অল্লি হুত্তুনেন
ম্যানেজারফিনল্যান্ড তেমু তাইনিও[১]
লিগভেইক্কাউসলিগা
২০১৯১ম (উত্তীর্ণ)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, হাকা এপর্যন্ত ২৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৯টি ভেইক্কাউসলিগা, ১২টি ফিনীয় কাপ, ১টি ফিনীয় লীগ কাপ এবং ২টি ইক্কোনেন শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

মেস্তারুসারিয়া / ভেইক্কাউসলিগা

ফিনীয় কাপ

  • বিজয়ী (১২): ১৯৫৫, ১৯৫৯, ১৯৬০, ১৯৬৩, ১৯৬৯, ১৯৭৭, ১৯৮২, ১৯৮৫, ১৯৮৮, ১৯৯৭, ২০০২, ২০০৫

ফিনীয় লীগ কাপ

  • বিজয়ী (১): ১৯৯৫

ইক্কোনেন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 
  2. "বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব হাকা টেমপ্লেট:ভেইক্কাউসলিগা