ফুটবল ক্লাব স্লাভেন বেলুপো
নগোমেতনি ক্লুব স্লাভেন বেলুপো (ক্রোয়েশীয়: Nogometni Klub Slaven Belupo, ইংরেজি: NK Slaven Belupo; এছাড়াও ফুটবল ক্লাব স্লাভেন বেলুপো, এফসি স্লাভেন বেলুপো অথবা শুধুমাত্র স্লাভেন বেলুপো নামে পরিচিত) হচ্ছে কোপ্রিভনিৎসা ভিত্তিক একটি ক্রোয়েশীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে ক্রোয়েশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগে খেলে। এই ক্লাবটি ১৯০৭ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছে। স্লাভেন বেলুপো তাদের সকল হোম ম্যাচ কোপ্রিভনিৎসার খ্রভাতস্কি স্তাদিওন ইভান কুশেক-আপাশে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩,১৩৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তোমিস্লাভ স্তিপিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন খ্রভয়ে কোলারিচ। ক্রোয়েশীয় রক্ষণভাগের খেলোয়াড় ভিঙ্কো মেজিমোরেৎস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
পূর্ণ নাম | নগোমেতনি ক্লুব স্লাভেন | |||
---|---|---|---|---|
ডাকনাম | ফারমাৎসেউতি (ফার্মাসিস্ট) | |||
সংক্ষিপ্ত নাম | এসএলবি | |||
প্রতিষ্ঠিত | জুন ১৯০৭ | |||
মাঠ | খ্রভাতস্কি স্তাদিওন ইভান কুশেক-আপাশ[১] | |||
ধারণক্ষমতা | ৩,১৩৪ | |||
সভাপতি | খ্রভয়ে কোলারিচ | |||
ম্যানেজার | তোমিস্লাভ স্তিপিচ[২] | |||
লিগ | ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ | |||
২০১৮–১৯ | ৭ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ "কর্মকর্তা"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ "ফুটবল ক্লাব স্লাভেন বেলুপো: বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ক্রোয়েশীয়) (ইংরেজি)
- উয়েফা.কমে ফুটবল ক্লাব স্লাভেন বেলুপো (ইংরেজি)
টেমপ্লেট:ফুটবল ক্লাব স্লাভেন বেলুপো টেমপ্লেট:ক্রোয়েশীয় প্রথম ফুটবল লীগ