ফুটবল ক্লাব রুবিন কাজান

ফুটবল ক্লাব রুবিন কাজান (রুশ: Футбо́льный клуб Руби́н Каза́нь, এছাড়াও ফুতবলোনি ক্লাব রুবিন কাজান [fʊdˈbolʲnɨj ˈkɫup rʊˈbʲin kɐˈzanʲ], এফসি রুবিন কাজান অথবা শুধুমাত্র রুবিন কাজান নামে পরিচিত) হচ্ছে কাজান ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে। এই ক্লাবটি ১৯৫৮ সালের ২০শে এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি রুবিন কাজান তাদের সকল হোম ম্যাচ কাজানের কাজান এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৫,৩৭৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লেওনিদ স্লুৎসস্কিয় এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রুস্তেম সায়মানভ। ক্রোয়েশীয় রক্ষণভাগের খেলোয়াড় ফিলিপ উমেরোভিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

রুবিন কাজান
পূর্ণ নামМуниципальное учреждение Футбольный клуб «Рубин» Казань
মুনিসিপাল ইন্সটিটিউট ফুটবল ক্লাব রুবিন কাজান[]
প্রতিষ্ঠিত২০ এপ্রিল ১৯৫৮; ৬৬ বছর আগে (1958-04-20)
মাঠকাজান এরিনা
ধারণক্ষমতা৪৫,৩৭৯
সাধারণ পরিচালকরাশিয়া রুস্তেম সায়মানভ
প্রধান কোচসোভিয়েত ইউনিয়ন লেওনিদ স্লুৎসস্কিয়
লিগরুশ প্রিমিয়ার লীগ
২০১৯–২০১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি রুবিন কাজান এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি রুশ প্রিমিয়ার লীগ, ১টি রুশ জাতীয় ফুটবল লীগ, ১টি রুশ কাপ এবং ২টি রুশ সুপার কাপ শিরোপা রয়েছে।

ঘরোয়া

সম্পাদনা
চ্যাম্পিয়ন (২): ২০০৮, ২০০৯
চ্যাম্পিয়ন (১): ২০০২
চ্যাম্পিয়ন (১): ২০১১–১২
চ্যাম্পিয়ন (২): ২০১০, ২০১২

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব রুবিন কাজান টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লীগ