ফুটবল ক্লাব মারিউপল

ফুটবল ক্লাব মারিউপল ([mɐr⁽ʲ⁾iˈupolʲ] (শুনুন), ইউক্রেনীয়: Футбольний клуб "Маріуполь"; এছাড়াও এফসি মারিউপল অথবা মারিউপল নামে পরিচিত) হচ্ছে মারিউপল ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি মারিউপল তাদের সকল হোম ম্যাচ মারিউপলের ভলদিমির বইকো স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১২,৬৮০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অস্তাপ মার্কেভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন তারিক মাহমুদ চৌধুরী। ইউক্রেনীয় মধ্যমাঠের খেলোয়াড় দিমিত্রো মিশনিয়ভ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

মারিউপল
পূর্ণ নামফুটবল ক্লাব মারিউপল
প্রতিষ্ঠিত১৯৬০; ৬৪ বছর আগে (1960)
মাঠভলদিমির বইকো স্টেডিয়াম
ধারণক্ষমতা১২,৬৮০
সভাপতিপাকিস্তান তারিক মাহমুদ চৌধুরী[১][২][৩][৪][৫][৬]
ম্যানেজারইউক্রেন অস্তাপ মার্কেভিচ
লিগইউক্রেনীয় প্রিমিয়ার লিগ
২০১৯–২০৮ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি মারিউপল এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি ইউক্রেনীয় প্রথম লিগ এবং ১টি ইউক্রেনীয় দ্বিতীয় লিগ শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব মারিউপল টেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ