ফুটবল ক্লাব দিনামো কিয়েভ

ফুটবল ক্লাব দিনামো কিয়েভ (ইউক্রেনীয় উচ্চারণ: [dɪˈnɑmo ˈkɪjiu̯], ইউক্রেনীয়: Футбольний клуб «Динамо» Київ; এছাড়াও এফসি দিনামো কিয়েভ অথবা দিনামো কিয়েভ নামে পরিচিত) হচ্ছে কিয়েভ ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ১৯২৭ সালের ১৩ই মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। দিনামো কিয়েভ তাদের সকল হোম ম্যাচ কিয়েভের এনএসসি অলিম্পিস্কিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭০,০৫০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মির্শেয়া লুশেস্কু এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইহর সুরকিস। ইউক্রেনীয় মধ্যমাঠের খেলোয়াড় সের্হি সিদরচুক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

দিনামো কিয়েভ
পূর্ণ নামফুটবল ক্লাব দিনামো কিয়েভ
প্রতিষ্ঠিত১৩ মে ১৯২৭; ৯৭ বছর আগে (1927-05-13)[]
মাঠএনএসসি অলিম্পিস্কি[]
ধারণক্ষমতা৭০,০৫০
মালিকইউক্রেন ইহর সুরকিস
সভাপতিইউক্রেন ইহর সুরকিস
প্রধান কোচরোমানিয়া মির্শেয়া লুশেস্কু
লিগইউক্রেনীয় প্রিমিয়ার লিগ
২০১৯–২০২য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, দিনামো কিয়েভ এপর্যন্ত ৬০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৩টি সোভিয়েত শীর্ষ লিগ, ১৫টি ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ, ৯টি সোভিয়েত কাপ, ১২টি ইউক্রেনীয় কাপ, ৩টি সোভিয়েত সুপার কাপ এবং ৮টি ইউক্রেনীয় সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি উয়েফা কাপ উইনার্স কাপ এবং ১টি উয়েফা সুপার কাপ রয়েছে।

ঘরোয়া

সম্পাদনা
১৯৬১, ১৯৬৬, ১৯৬৭, ১৯৬৮, ১৯৭১, ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৭, ১৯৮০, ১৯৮১, ১৯৮৫, ১৯৮৬, ১৯৯০
১৯৯২–৯৩, ১৯৯৩–৯৪, ১৯৯৪–৯৫, ১৯৯৫–৯৬, ১৯৯৬–৯৭, ১৯৯৭–৯৮, ১৯৯৮–৯৯, ১৯৯৯–২০০০, ২০০০–০১, ২০০২–০৩, ২০০৩–০৪, ২০০৬–০৭, ২০০৮–০৯, ২০১৪–১৫, ২০১৫–১৬
১৯৫৪, ১৯৬৪, ১৯৬৬, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৫, ১৯৮৭, ১৯৯০
১৯৯২–৯৩, ১৯৯৫–৯৬, ১৯৯৭–৯৮, ১৯৯৮–৯৯, ১৯৯৯–২০০০, ২০০২–০৩, ২০০৪–০৫, ২০০৫–০৬, ২০০৬–০৭, ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৯–২০
১৯৮১, ১৯৮৬, ১৯৮৭
২০০৪, ২০০৬, ২০০৭, ২০০৯, ২০১১, ২০১৬, ২০১৮, ২০১৯
১৯৭৪–৭৫, ১৯৮৫–৮৬
১৯৭৫

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব দিনামো কিয়েভ টেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ