ফুটবল ক্লাব উফা (এছাড়াও এফসি উফা (রুশ: ФК «Уфа», বাশকির: Өфө) নামে পরিচিত) হচ্ছে উফা ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে।[২] এই ক্লাবটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি উফা তাদের সকল হোম ম্যাচ উফার নেফতিয়ানিক স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,২৩৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রাশিদ রাখিমভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মারাত মাগাদেয়েভ। রুশ রক্ষণভাগের খেলোয়াড় পাভেল আলিকিন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

উফা
পূর্ণ নামফুটবল ক্লাব উফা
প্রতিষ্ঠিত২০০৯; ১৫ বছর আগে (2009)[১]
মাঠনেফতিয়ানিক স্টেডিয়াম
ধারণক্ষমতা১৫,২৩৪
সভাপতিসোভিয়েত ইউনিয়ন মারাত মাগাদেয়েভ
ম্যানেজারসোভিয়েত ইউনিয়ন রাশিদ রাখিমভ
লিগরুশ প্রিমিয়ার লীগ
২০১৯–২০৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব উফা টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লীগ