ফুজিকো ফুজিও দু'জন জাপানি মাঙ্গা শিল্পীর দ্বারা গঠিত একটি মাঙ্গা রচনা যুগলের একটি ছদ্মনাম. তাদের আসল নাম হিরোশি ফুজিমোতো (藤本 弘, Fujimoto Hiroshi, ১৯৩৩ - ১৯৯৬)[][] এবং মোতো আবিকো (安孫子 素雄, Abiko Motoo, জন্ম: ১৯৩৪ -2/২০২২) ছিলেন মাঙ্গার দুই জন লেখক। তারা ১৯৫১ সালে এ বিষয়ে একটি চুক্তি করে। ১৯৫৫ সালে তারা উভয়ে ফুজিকো ফুজিও নাম ব্যবহার করেন। ১৯৮৭ সালে তারা চুক্তি ভঙ্গ করে। তারা নানা রকম গল্পে ও অঙ্কন কাজে একই নাম ব্যবহার করলেও তাদের নামে হালকা পার্থক্য ছিল। আবিকো ব্যবহার করতেন ফুজিকো ফুজিও এ। আর ফুজিমোতো ব্যবহার করতেন ফুজিকো এফ. ফুজিও। তারা তাদের কর্মজীবনে প্রচুর পুরস্কার লাভ করেছে। যেটি ডোরেমনের জন্য। ডোরেমন সবচেয়ে বেশীদিন চলমান সিরিজ। ডোরেমন রচনার জন্য অনেক পুরস্কার লাভ করেছেন। ডোরেমনকে জাপানের সংস্কৃতির প্রতিক বলা হয়। []

ফুজিকো ফুজিও
স্থানীয় নাম
藤子 不二雄
জন্মহিরোশি ফুজিমোতো (藤本 弘)
মোতো আবিকো
(安孫子 素雄)
ফুজিমোতো: (১৯৩৩-১২-০১)১ ডিসেম্বর ১৯৩৩ তাকাওকা, তোয়ামা, জাপান
আবিকো: (১৯৩৪-০৩-১০)১০ মার্চ ১৯৩৪ কাওয়াসাকি, কানাগাওয়া, জাপান
মৃত্যুফুজিমোতো: ২৩ সেপ্টেম্বর ১৯৯৬(1996-09-23) (বয়স ৬২) শিনজুকু, টোকিও, জাপান
অবিকো: ৬ এপ্রিল ২০২২(2022-04-06) (বয়স ৮৮) কাওয়াসাকি, কানাগাওয়া, জাপান
ছদ্মনামফুজিকো ফুজিও (সাধারণ,১৯৫৩–১৯৮৮)
ফুজিকো এফ. ফুজিও (ফুজিমোতো,১৯৮৯–)
ফুজিকো ফুজিও এ (আবিকো,১৯৮৮–)
পেশামাঙ্গা শিল্পী
উল্লেখযোগ্য রচনাবলি
উল্লেখযোগ্য পুরস্কার
  • শোগাকুকান মাঙ্গা পুরস্কার (২টি কাজ ১৯৬৩ সালে, ডোরেমন ১৯৮২ সালে)
  • তেজুকা ওসামু সাংস্কৃতিক পুরস্কার (এফ এর ডোরেমন)
  • তেজুকা ওসামু সাংস্কৃতিক পুরস্কার বিশেষ পুরস্কার (এ এর মাঙ্গা মিচি ইত্যাদি।)
সক্রিয় বছর1951–1987 (act under one name)
–1996 (F,A act in each)
–2022 (Only A)
ফুজিকো ফুজিও

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Staff, I. G. N. (২০২১-১১-০১)। "Doraemon Creator Dies"IGN (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২ 
  2. https://apnews.com/article/2dc28735953e3d3a0cdcc82656b2f84b
  3. "Doraemon named 'anime ambassador'"Japan Today। মার্চ ১৭, ২০০৮। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা