ফা-জো-'ব্রুগ-স্গোম-ঝিগ-পো
ফা-জো-'ব্রুগ-স্গোম-ঝিগ-পো (তিব্বতি: ཕ་ཇོ་འབྲུག་སྒོམ་ཞིག་པོ, ওয়াইলি: pha jo 'brug sgom zhig po) (১১৮৪-১২৫১) ভুটানে তিব্বতী বৌদ্ধধর্মের 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: 'brug pa bka' brgyud) ধর্মসম্প্রদায়ের প্রচারকদের মধ্যে অন্যতম এক বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাফা-জো-'ব্রুগ-স্গোম-ঝিগ-পো ১১৮৪ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মের পর তার নাম রাখা হয় দোন-গ্রুব-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: don grub rgyal mtshan)। কৈশোর ও যৌবনে তিনি থার-পা-গ্লিং-পা (ওয়াইলি: thar pa gling pa) নামক র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের এক সাধকের নিকট ধর্ম শিক্ষালাভ করেন। তেত্রিশ বছর বয়সে তিনি রালুং বৌদ্ধবিহার যাত্রা করে দ্বোন-রাস-দার-মা-সেং-গে (ওয়াইলি: dbon ras dar ma seng ge) নামক বিহারের দ্বিতীয় প্রধানের শিষ্যত্ব গ্রহণ করেন। চল্লিশ বছর বয়সে তিনি ভুটান যাত্রা করে আ-ম্ছোগ (ওয়াইলি: a mchog) এবং ব্সোদ-নাম্স-দ্পাল-স্গ্রোন (ওয়াইলি: bsod nams dpal sgron) নামক দুইজন মহিলাকে বিবাহ করেন। তার ঔরসে আ-ম্ছোগের গর্ভে একজন এবং ব্সোদ-নাম্স-দ্পাল-স্গ্রোনের গর্ভে সাতজন সন্তানের জন্ম হয়। ভুটানে 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: 'brug pa bka' brgyud) ধর্মসম্প্রদায়ের হয়ে ধর্মপ্রচারের সময় গ্ন্যোস-র্গ্যাল-বা-ল্হা-নাং-পা-সাংস-র্গ্যাস-রিন-ছেন (ওয়াইলি: gnyos rgyal ba lha nang pa sangs rgyas rin chen) প্রতিষ্ঠিত ল্হা-পা ওয়াইলি: lha pa) ধর্মীয় গোষ্ঠীর সাথে তার বিরোধ বাধলেও পশ্চিম ভুটানে তিনি তার মত ও প্রভাব বিস্তার করতে সমর্থ হন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Martin, Dan (2008-08)। "Pajo Drukgom Zhigpo"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-12-22। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
আরো পড়ুন
সম্পাদনা- Dargye, Yonten and Sørensen, P.K. (2001); The Biography of Pha 'Brug-sgom Zhig-po called The Current of Compassion. Thumphu: National Library of Bhutan ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ এপ্রিল ২০১৭ তারিখে. আইএসবিএন ৯৯৯৩৬-১৭-০০-৮
- Dargye, Yonten. (2001) History of the Drukpa Kagyud School in Bhutan (12th to 17th Century A.D.) আইএসবিএন ৯৯৯৩৬-৬১৬-০-০
- Ardusi, John A. (2000). The House of 'Ob-mtsho — History of a Buddhist Gentry Family during the 13th to 20th Century. in Journal of Bhutan Studies Vol 2:1 p. 1-29. Thimphu: Centre for Bhutan Studies.
- Aris, Michael. 1980. Bhutan: The Early History of a Himalayan Kingdom. Ghaziabad: Vikas Publishing House.