দ্বোন-রাস-দার-মা-সেং-গে
দ্বোন-রাস-দার-মা-সেং-গে (ওয়াইলি: dbon ras dar ma seng+ge) (১১৭৭-১২৩৭) তিব্বতের রালুং বৌদ্ধবিহারের দ্বিতীয় প্রধান ছিলেন। 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠীর ঐতিহ্যে প্রচলিত ম্ন্যাম-মেদ-সেং-গে-দ্গু (ওয়াইলি: mnyam med seng ge dgu) বা নয় অতুলনীয় সিংহের মধ্যে তাকে প্রথম সিংহ হিসেবে পরিগণিত করা হয়।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাদ্বোন-রাস-দার-মা-সেং-গে ১১৭৭ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের হা'ও-গাংস-ব্জাং (ওয়াইলি: ha'o gangs bzang)। তার পিতা ল্হা-গ্ন্যান (ওয়াইলি: lha gnyan) ছিলেন প্রথম দ্রুকছেন গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-শেস-র্দো-র্জের ভ্রাতা। তার মাতার নাম ছিল জো-মো-র্গ্যান-ছেন (ওয়াইলি: jo mo rgyan chen)। একুশ বছর বয়সে তিনি গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-শেস-র্দো-র্জের নিকট দীক্ষাগ্রহণ করেন। এছাড়া তিনি র্ঙ্গোগ-কুন-দ্গা'-র্দো-র্জে নামক বৌদ্ধ পন্ডিতের নিকট হেবজ্র তন্ত্র সম্বন্ধে শিক্ষাগ্রহণ করেন। ১২১৪ খ্রিষ্টাব্দে তিনি রালুং বৌদ্ধবিহারের দ্বিতীয় প্রধান হিসাবে নির্বাচিত হন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Martin, Dan (2008-08)। "Wonre Darma Sengge"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-21। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
আরো পড়ুন
সম্পাদনা- Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, p. 671.
- Khetsun Sangpo. 1973. Biographical Dictionary of Tibet and Tibetan Buddhism. Dharamsala: Library of Tibetan Works and Archives, vol. 8, pp. 137–41.
পূর্বসূরী গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-র্দো-র্জে |
দ্বোন-রাস-দার-মা-সেং-গে রালুং বৌদ্ধবিহারের দ্বিতীয় প্রধান |
উত্তরসূরী গ্ঝোন-নু-সেং-গে |