গ্ঝোন-নু-সেং-গে (ওয়াইলি: gzhon nu seng+ge) (১২০০-১২৬৬) তিব্বতের রালুং বৌদ্ধবিহারের তৃতীয় প্রধান ছিলেন। 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠীর ঐতিহ্যে প্রচলিত ম্ন্যাম-মেদ-সেং-গে-দ্গু (ওয়াইলি: mnyam med seng ge dgu) বা নয় অতুলনীয় সিংহের মধ্যে তাকে দ্বিতীয় সিংহ হিসেবে পরিগণিত করা হয়।

গ্ঝোন-নু-সেং-গে

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

গ্ঝোন-নু-সেং-গের পিতা ল্হা-গ্চেন (ওয়াইলি: lha gcen) ছিলেন দ্বোন-রাস-দার-মা-সেং-গে নামক রালুং বৌদ্ধবিহারের দ্বিতীয় প্রধানের ভ্রাতা। গ্ঝোন-নু-সেং-গের ভগিনীর নাম রিন-ছেন-দ্পাল-মো (ওয়াইলি: rin chen dpal mo)। আট বছর বয়সে দ্বোন-রাস-দার-মা-সেং-গে তাকে দীক্ষাদান করেন। এছাড়া তিনি দ্বোন-পো-'ব্যুং-গ্নাস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: dbon po 'byung gnas rgyal mtshan) নামক মার-পা-ছোস-ক্যি-ব্লো-গ্রোসের শিষ্য ও খু-স্তোন-ব্র্ত্সোন-'গ্রুস-গ্যুং-দ্রুং (ওয়াইলি: khu ston brtson 'grus g.yung drung) নামক অতীশ দীপঙ্করের শিষ্যের নিকট শিক্ষালাভ করেন। তিনি ছোস-র্জে-সা-স্ক্যা-পান-ডি-তা-কুন-দ্গা'-র্গ্যাল-ম্ত্শানের নিকট মধ্যমক সম্বন্ধে অধ্যয়ন করেন। তেত্রিশ বছর বয়সে তিনি রালুং বৌদ্ধবিহারের তৃতীয় প্রধান হিসেবে নির্বাচিত হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Gardner, Alexander (2010-02)। "Zhonnu Sengge"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-21  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন

সম্পাদনা
  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, p. 671.
  • Tucci, Giuseppe. 1956. To Lhasa and Beyond. Rome: Istituto Poligrafico della Stato, p. 61.
পূর্বসূরী
দ্বোন-রাস-দার-মা-সেং-গে
গ্ঝোন-নু-সেং-গে
রালুং বৌদ্ধবিহারের তৃতীয় প্রধান
উত্তরসূরী
ন্যি-মা-সেং-গে