ফাল্গুনী পাঠক

ভারতীয় গায়িকা
(ফাল্গুনি পাঠক থেকে পুনর্নির্দেশিত)

ফাল্গুনী পাঠক (গুজরাটি: ફાલ્ગુની પાઠક), জন্ম ১২ই মার্চ, ১৯৬৪, তিনি একজন ভারতের বিখ্যাত গায়িকা। তিনি সাধারণত গুজরাতি সঙ্গীত গাওয়ার জন্যে খ্যাতিলাভ করেছেন। তার ব্যবসায়ীক জীবনের শুরু হয় ১৯৯৮ সালে।

ফাল্গুনী পাঠক
মুম্বাইতে গারবা ডান্ডিয়া অনুষ্ঠানে ফাল্গুনী পাঠক
জন্ম (1964-03-12) ১২ মার্চ ১৯৬৪ (বয়স ৬০)
অন্যান্য নামডান্ডিয়া-রাণী
পেশাগায়িকা
কর্মজীবন১৯৯৮-বর্তমান

তিনি অবশ্য বলিউডেও বেশ কয়েকটা গান গেয়েছেন। [১]

ডিস্কোগ্রাফি সম্পাদনা

হিন্দি চলচ্চিত্র:

  • ইয়াদ পিয়াকি আনে লাগি
  • ইয়ে যামিন ও

কাহে মুরালিয়া

  • আহা আহা- (না তুম জানো না হাম্)
  • কান্হা তেরি বাসুরি (লীলা)

নিজস্ব অ্যালবাম:

  • মেরি চুনার উড় উড় যায়ে
  • দিল্ ঝুম ঝুম নাচে
  • সাওয়ারিয়াঁ তেরি ইয়াদ মেইঁ

তথ্যসূত্র সম্পাদনা