ফারুক সোবহান

বাংলাদেশী কূটনীতিক

ফারুক সোবহান (জন্ম ১৭ সেপ্টেম্বর ১৯৪০) একজন প্রাক্তন বাংলাদেশী কূটনীতিক। তিনি বাংলাদেশ সরকার ও বৈদেশিক চাকরিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন (১৯৮৭-১৯৯০) এবং মালয়েশিয়া (১৯৮৪-১৯৮৭) এবং ভারতে (১৯৯২-১৯৯৫) হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব (১৯৯৫-১৯৯৭) ছিলেন।

ফারুক সোবহান
২০১২ সালে
ভারতে বাংলাদেশের হাইকমিশনার
কাজের মেয়াদ
১৯৯২ – ১৯৯৫
পূর্বসূরীফারুক আহমেদ চৌধুরী
উত্তরসূরীসি এম শফি সামি
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1940-09-17) ১৭ সেপ্টেম্বর ১৯৪০ (বয়স ৮৩)
কলকাতা, ব্রিটিশ ভারত (বর্তমানে ভারত)
জাতীয়তাবাংলাদেশী
আত্মীয়স্বজনরহমান সোবহান (ভাই)
প্রাক্তন শিক্ষার্থী

প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন সম্পাদনা

ব্রিটিশ শাসনামলে ১৯৪০ সালে কলকাতায় এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সোবহান। তিনি দার্জিলিং সেন্ট পলস স্কুলে পড়াশোনা করেন। পাকিস্তানের ফরেন সার্ভিসে যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি অর্থনীতিবিদ রেহমান সোবহানের ছোট ভাইও।

তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদাসহ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২২ সাল পর্যন্ত, সোবহান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি, যা দেশের একটি বেসরকারি থিঙ্ক-ট্যাঙ্ক যেটি বেসরকারি খাতের উন্নয়নে অবদান রাখে। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "BEI Team"। ২০১৫-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা