ফারজানা ইসলাম
ফারজানা ইসলাম (জন্ম: ১৯৫৮) একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২ মার্চ, ২০১৪ তারিখে নিয়োগ পেয়েছেন। তিনিই বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য।[১][২][৩] চার বছরের জন্য এ দায়িত্ব পাওয়া ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৮তম উপাচার্য।[৪][৫][৬] উপাচার্যের দায়িত্ব নেয়ার পূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। উপাচার্য থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এবং তাকে অপসারণের দাবিতে ছাত্র ও শিক্ষকদের সম্মিলিত আন্দোলন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।[৭]
ফারজানা ইসলাম | |
---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য | |
কাজের মেয়াদ ২ মার্চ ২০১৪ – ১ মার্চ ২০২২ | |
পূর্বসূরী | এম আনোয়ার হোসেন |
উত্তরসূরী | নূরুল আলম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৫৮ ভেদরগঞ্জ, শরীয়তপুর |
নাগরিকত্ব | ![]() |
জাতীয়তা | বাংলাদেশী |
বাসস্থান | ঢাকা |
পেশা | বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা |
জীবিকা | অধ্যাপনা |
ধর্ম | মুসলিম |
জন্ম ও পারিবারিক জীবনসম্পাদনা
ফারজানা ইসলামের জন্ম ঢাকায়। তার পৈতৃক বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি হলেন সবার ছোট। বাবা আব্দুল কাদের ঢাকা হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার এবং মা ফাতেমা খাতুন ছিলেন গৃহিণী। বড় ভাই লেফটেন্যান্ট জেনারেল শফিকুর রহমান স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান ছিলেন।
শিক্ষাজীবনসম্পাদনা
ফারজানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮০ সালে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।[৮]
কর্মজীবনসম্পাদনা
১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে যোগ দিয়ে শিক্ষকতা শুরু করেন ফারজানা ইসলাম। তিনি ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে যোগ দেন এবং ২০০১ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পান। নৃবিজ্ঞান বিভাগের সভাপতি হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপাশি বেসরকারি সংস্থা ‘নাগরিক উদ্যোগ’ এর চেয়ারপারসন হিসাবেও দায়িত্ব পালন করছেন তিনি।[৪] ২০২২ সালের কাউন্সিলে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য করা হয়। [৯]
গবেষণাসম্পাদনা
প্রকাশনাসম্পাদনা
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "ঢাকা ট্রিবিউন ডট কম"। ৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৪।
- ↑ "JU gets first female VC"। ২ মার্চ ২০১৪।
- ↑ "দৈনিক কালের কন্ঠ"।
- ↑ ক খ "জাবির দায়িত্বে দেশের প্রথম নারী উপাচার্য - bdnews24.com"। bangla.bdnews24.com। line feed character in
|শিরোনাম=
at position 44 (সাহায্য) - ↑ "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম নারী উপাচার্য"।
- ↑ BanglaNews24.com। "bangla news and entertainment 24x7 - banglanews24.com"। banglanews24.com। ৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৪।
- ↑ "সরকারের সমর্থন কেন জাবি'র উপাচার্যের পেছনে"। BBC News বাংলা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-০১।
- ↑ "'আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে সভ্যতা টিকবে না' - poriborton.com"। ৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৪।
- ↑ "আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে নতুন ৩ মুখ"। www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
বহি:সংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |