ফরিদপুর উচ্চ বিদ্যালয়

ফরিদপুর শহরে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়

ফরিদপুর উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Faridpur High School) ফরিদপুর শহরে অবস্থিত একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়‌।

ফরিদপুর উচ্চ বিদ্যালয়
Faridpur High School
বিদ্যালয়ের প্রধান ফটক
ঠিকানা
মানচিত্র
স্টেশন রোড

,
৭৮০০

স্থানাঙ্ক২৩°৩৬′৩১″ উত্তর ৮৯°৫০′৩৪″ পূর্ব / ২৩.৬০৮৬৭৩৫° উত্তর ৮৯.৮৪২৬৪১৫° পূর্ব / 23.6086735; 89.8426415
তথ্য
প্রতিষ্ঠাকাল১৮৮৯; ১৩৪ বছর আগে (1889)
বিদ্যালয় বোর্ডঢাকা বোর্ড[১]
বিদ্যালয় জেলাফরিদপুর জেলা
ইআইআইএন১০৮৭২৯[১]
প্রধান শিক্ষকসিদ্দিকুর রহমান
লিঙ্গবালক
শ্রেণী৬ষ্ঠ-১০ম
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন৪.১৬ একর (১৬,৮০০ মি)
ক্যাম্পাসের ধরনশহুরে
ক্রীড়া
  • ক্রিকেট
  • ফুটবল
  • হ্যান্ডবল
  • ভলিবল
ওয়েবসাইটfaridpurhighschool.edu.bd

প্রশাসনিক ভবন

ইতিহাস

সম্পাদনা

ভার্নাকুলার বিদ্যালয় হিসেবে ১৮৫১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৮৮৯ সালে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

অবস্থান

সম্পাদনা

বিদ্যালয়টি ফরিদপুর শহর থেকে প্রায় ০২ কিলোমিটার দূরে ফরিদপুর জিলা স্কুলের পশ্চিম দিকে স্টেশন রোডের পাশে অবস্থিত। বিদ্যালয়ের দক্ষিণ দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত।

অবকাঠামো

সম্পাদনা

বিদ্যালয়ের মোট ভবনের সংখ্যা ০৫টি। এছাড়াও একটি শহিদ মিনার ও একটি খেলার মাঠ রয়েছে।

 
বিদ্যালয়ের শহিদ মিনার
 
বিদ্যালয়ের খেলার মাঠ

নিজস্ব মার্কেট

সম্পাদনা

বিদ্যালয়ের নিজস্ব মার্কেট রয়েছে যার নাম ফরিদপুর উচ্চ বিদ্যালয় শপিং সেন্টার। মার্কেটটি ১৯৯৯ সালে স্থাপিত হয় এবং ২০০৭ সালে পুনরায় নির্মাণ করা হয়েছে।

 
বিদ্যালয়ের নিজস্ব মার্কেট

চিত্রশালা

সম্পাদনা
 
প্রশাসনিক ভবন
 

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা