ফরিদপুর উচ্চ বিদ্যালয়
ফরিদপুর শহরে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়
ফরিদপুর উচ্চ বিদ্যালয় ফরিদপুর শহরে অবস্থিত একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।
ফরিদপুর উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() | |
![]() বিদ্যালয়ের প্রধান ফটক | |
ঠিকানা | |
![]() | |
স্টেশন রোড , ৭৮০০ | |
স্থানাঙ্ক | ২৩°৩৬′৩১″ উত্তর ৮৯°৫০′৩৪″ পূর্ব / ২৩.৬০৮৬৭৩৫° উত্তর ৮৯.৮৪২৬৪১৫° পূর্ব |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ১৮৮৯ |
বিদ্যালয় বোর্ড | ঢাকা বোর্ড[১] |
বিদ্যালয় জেলা | ফরিদপুর জেলা |
ইআইআইএন | ১০৮৭২৯ |
প্রধান শিক্ষক | সিদ্দিকুর রহমান |
লিঙ্গ | বালক |
শ্রেণি | ৬ষ্ঠ-১০ম |
ক্যাম্পাসসমূহ | ০১টি |
আয়তন | ৪.১৬ একর (১৬,৮০০ বর্গমিটার) |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
ক্রীড়া |
|
ওয়েবসাইট | faridpurhighschool |
![]() প্রশাসনিক ভবন |
ইতিহাস
সম্পাদনাভার্নাকুলার বিদ্যালয় হিসেবে ১৮৫১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৮৮৯ সালে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
অবস্থান
সম্পাদনাবিদ্যালয়টি ফরিদপুর শহর থেকে প্রায় ০২ কিলোমিটার দূরে ফরিদপুর জিলা স্কুলের পশ্চিম দিকে স্টেশন রোডের পাশে অবস্থিত। বিদ্যালয়ের দক্ষিণ দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত।
অবকাঠামো
সম্পাদনাবিদ্যালয়ের মোট ভবনের সংখ্যা ০৫টি। এছাড়াও একটি শহিদ মিনার ও একটি খেলার মাঠ রয়েছে।
নিজস্ব মার্কেট
সম্পাদনাবিদ্যালয়ের নিজস্ব মার্কেট রয়েছে যার নাম ফরিদপুর উচ্চ বিদ্যালয় শপিং সেন্টার। মার্কেটটি ১৯৯৯ সালে স্থাপিত হয় এবং ২০০৭ সালে পুনরায় নির্মাণ করা হয়েছে।
চিত্রশালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Faridpur High school"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২২।