ফরহাত বানু
ফরহাত বানু ঢাকা নবাব পরিবারের একজন সদস্য এবং ব্রিটিশ ভারতে বঙ্গীয় আইন পরিষদের সদস্য ছিলেন। তার চাচা ছিলেন ঢাকার নবাব, স্যার খাজা সলিমুল্লাহ।
পেশা
সম্পাদনাফরহাত বানু ব্রিটিশ রাজ্যের বৃহত্তম আইনসভা বঙ্গীয় আইন পরিষদের সদস্য ছিলেন। [১] তিনি মূল কমিটির সদস্য ছিলেন এবং কমিটিতে ২১ জন নারী সদস্যের একজন তিনি ছিলেন। [২] তিনি বাঙালি বিধানসভায় ১৯৪৪ সালের অরফানজেস এবং উইডো হোম অ্যাক্টের সূচনা করেন। [৩] তিনি নারী রক্ষী সমিতির সচিব কুমুদিনী বসুকে বিলটির একটি কপি দেন । [৪]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাফরহাত বানু ১৯১২ সালে ঢাকার নবাব পরিবারের খাজা শাহাবুদ্দিনের সাথে বিয়ে করেন। খাজা শাহাবুদ্দীন পাকিস্তানের উত্তর - পশ্চিম সীমান্ত প্রদেশের গভর্নর ছিলেন এবং পাকিস্তানের মন্ত্রিসভার একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খাজা শাহাবুদ্দিন ১৯৭৭ সালের ৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচীতে মারা যান। [৫] তার বাবা নবাবজাদা খাজা আতিকুল্লাহ ঢাকা নবাব পরিবারের সদস্য ছিলেন এবং তার চাচা স্যার খাজা সালেমুল্লাহ ছিলেন ঢাকার নবাব । তার ছেলে খাজা ওয়াসিউদ্দিন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন । [১][৬] তার অন্য ছেলে খাজা জাকিউদ্দিন ছিলেন পূর্ব পাকিস্তানের একজন ব্যাংকার। জাকউদ্দিন বিগম বিনো জাকউদ্দিনের সাথে বিয়ে করেছিলেন, তাদের দুই মেয়ে আলমাস জাকউদ্দিন ও ইয়াসমিন মুর্শেদ ও এক পুত্র জহেদ জাকউদ্দিন ছিলেন। [৭] তার স্বামীর ভাইপো, হাশমত আরা বেগম খন্দকার ফজলে সোবহানকে বিয়ে করেন, তাদের এক পুত্র, বিখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবহান । [৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Wasiuddin, Aneela (২২ সেপ্টেম্বর ২০১৭)। "In memory of Lt General Khwaja Wasiuddin"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- ↑ Tripathi, Dwijendra (১৯৮৭)। State and Business in India: A Historical Perspective (ইংরেজি ভাষায়)। Manohar Publications। পৃষ্ঠা 253। আইএসবিএন 9788185054261।
- ↑ Halim, M. Abdul (১৯৯৩)। Social Welfare Legislation in Bangladesh (ইংরেজি ভাষায়)। Oihik। পৃষ্ঠা 141। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- ↑ The Modern Review (ইংরেজি ভাষায়)। Modern Review Office.। ১৯৪১। পৃষ্ঠা 610। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭।
- ↑ মোহাম্মদ আলমগীর (২০১২)। "শাহাবুদ্দীন, খাজা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Bangladesh, Asiatic Society of (২০০৩)। Banglapedia: national encyclopedia of Bangladesh (ইংরেজি ভাষায়)। Asiatic Society of Bangladesh। পৃষ্ঠা 208। আইএসবিএন 9789843205841।
- ↑ "Khwaja Zakiuddin passes away"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭।
- ↑ "In conversation with Professor Rehman Sobhan"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭।