ফয়সাল আল দাউয়িশ
মুতায়র গোত্রের নেতা
ফয়সাল বিন সুলতান আল দাউয়িশ (Arabic: فيصل بن سلطان الدويش, আনুমানিক ১৮৮২ – ১৯৩১) ছিলেন মুতায়র গোত্র ও ইখওয়ানের একজন নেতা। সৌদি আরবের একত্রীকরণে তিনি ইবনে সৌদকে সহায়তা করেন।
ফয়সাল আল দাউয়িশ | |
---|---|
জন্ম | ১৮৮২ |
মৃত্যু | ১৯৩১ রিয়াদ |
আনুগত্য | নজদ সালতানাত |
সেবা/ | ইখওয়ান |
কার্যকাল | ? - ১৯২৯ |
যুদ্ধ/সংগ্রাম | সৌদি আরবের একত্রীকরণ |
১৯২০ সালের ১৬ মে আল দাউয়িশ কুয়েতের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনির উপর হামলা করেন এবং তাদের অনেকে নিহত হয়। পরে ১৯২০ সালে কুয়েতে ইখওয়ানের এক হামলায় তিনি নেতৃত্ব দেন। এসময় আল জাহরা গ্রাম তাদের দখলে আসে। কিন্তু ব্রিটিশদের চাপের কারণে তাদের সেখান থেকে সরে যেতে হয়।
১৯২৯ সালে সাবিলার যুদ্ধে ফয়সাল আহত হন। তিনি পালিয়ে যান এবং পরবর্তীতে কুয়েতে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন। রাজা আবদুল আজিজ ইবনে সৌদ তাকে ক্ষমা করেন তবে পরে তাকে কারাগারে পাঠানো হয়। ১৯৩১ সালে তিনি কারাগারে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ফয়সাল আল দাউয়িশ সংক্রান্ত মিডিয়া রয়েছে।