প্রোতোজেনেইয়া
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
গ্রিক পুরাণে, প্রোতোজেনেইয়া ছিল দেউকালিয়ন ও এপিমেথেউস-কন্যা পাইরার কন্যা এবং থায়ইয়া, হেল্লেন, ওরেস্থেউস, আম্ফিক্তিয়ন ও পান্দোরা ২য় এর বোন। তার সাথে জিউসের মিলনে আইথলিউসের জন্ম হয়। এই আইথলিউস ছিল এলিসের প্রথম রাজা এবং এন্দিমিয়নের পিতা।
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |