আম্ফিক্তিয়ন
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ফেব্রুয়ারি ২০২৪) |
গ্রিক পুরাণে, আম্ফিক্তিয়ন ছিল দেউকালিয়ন ও এপিমেথেউস-কন্যা পাইরার দ্বিতীয় পুত্র এবং থায়ইয়া, হেল্লেন, ওরেস্থেউস, প্রোতোজেনেইয়া ও পান্দোরা ২য় এর ভাই। সে আথেন্সের রাজা ক্রানাউসের এক কন্যাকে বিয়ে করে। তাদের কোন সন্তান ছিল না। এক হিসাবে, তিনি লোকরিসের শাসক ছিলেন।[১] পরবর্তীতে সে আথেন্সের এরিক্থনিউসের দ্বারা সিংহাসনচ্যুত হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Pseudo-Scymnos, Circuit de la terre 587 ff.
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |