প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বেঙ্গালুরু

বেঙ্গালুরুর বিশ্ববিদ্যালয়

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বেঙ্গালুরু ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রকৌশল, ব্যবস্থাপনা এবং আইন বিষয়ে কোর্স।[][][]

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বেঙ্গালুরু
নীতিবাক্যঅধিক জ্ঞান অর্জন কর, বৃহত্তর উচ্চতা পৌঁছানো
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৩; ১১ বছর আগে (2013)
আচার্যনাসির আহমেদ
উপাচার্যড. রাধা পদ্মনাভন
প্রো চ্যান্সেলরড. বিজয়ী ইমমানুয়েল
অবস্থান, ,
১৩°১০′০৬″ উত্তর ৭৭°৩২′০৭″ পূর্ব / ১৩.১৬৮২° উত্তর ৭৭.৫৩৫৪° পূর্ব / 13.1682; 77.5354
শিক্ষাঙ্গনগ্রামীণ
পোশাকের রঙ  রাজকীয় নীল
  সিলভার
  আইভরি হোয়াইট
ওয়েবসাইটpresidencyuniversity.in
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

প্রেসিডেন্সি গ্রুপ অফ ইনস্টিটিউশন (পিজিআই), বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ৭ টি স্কুল ও কলেজ গঠন করে। কলেজটি তথ্য প্রযুক্তি, বাণিজ্য, ব্যবস্থাপনা ও সাংবাদিকতা উভয় স্নাতকোত্তর এবং স্নাতকোত্তর পর্যায়ে ছাত্রদের প্রোগ্রামগুলি প্রদান করে স্কুলগুলি জাতীয় ও আন্তর্জাতিক বোর্ডের গবেষণার প্রস্তাব দেয়। সম্প্রতি ব্রিটিশ সাউথ ইন্ডিয়া কাউন্সিল অফ কমার্স অ্যান্ড বিজনেস মিট ২০১৪ এ "সাউথ ইন্ডিয়াতে সর্বাধিক প্রতিশ্রুতিশীল ইনস্টিটিউট" পুরস্কারের সাথে প্রেসিডেন্সি গ্রুপ অফ ইনস্টিটিউশন (পিজিআই) প্রদান করা হয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ব্যাঙ্গালোর প্রতিষ্ঠিত হয়েছিল প্রেসিডেন্সি গ্রুপ অফ ইনস্টিটিউশন (পিজিআই) নামে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চ্যান্সেলর ডঃ নিসার আহমেদ; উপাচার্য অধ্যাপক ডঃ রাধা পদ্মনাভন।[]

এটি ২০১৩ সালে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অ্যাক্ট (কর্ণাটক স্টেট অ্যাক্ট নং ৪১) দ্বারা চার্টার করা হয়েছিল। [] ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়।

প্রকৌশল অনুষদ

সম্পাদনা
  • ইলেক্ট্রনিক্স এবং যোগাযোগ প্রকৌশল
  • যন্ত্র প্রকৌশল
  • চক্সণচভজ
  • কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল
  • কম্পিউটার প্রকৌশল ও তথ্য বিজ্ঞান
  • ইলেক্ট্রনিক্স এবং কম্পিউটার প্রকৌশল
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ও যোগাযোগ প্রকৌশল
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • তথ্য বিজ্ঞান এবং প্রকৌশল
  • তথ্য বিজ্ঞান এবং প্রযুক্তি
  • এম-টেক [এমবেডেড সিস্টেম এবং ভিএলএসআই]
  • এম. টেকসই [পণ্য ডিজাইন ও উন্নয়ন]
  • এম. এইচসিচ [আর্টিকেলিয়াল ইন্টেলিজেন্স]
  • এম. টেক [নির্মাণ নির্মাণ প্রযুক্তি]
  • এম. টেক [তথ্য বিজ্ঞান]

আইন অনুষদ

সম্পাদনা
  • বি. এ. এলএল.বি. (অনার্স)
  • বিবিএএ এলএল. বি. (অনার্স)
  • বি.কম. এলএল.বি. (অনার্স)
  • এলএলএম (জেন্ডার স্টাডিজ)
  • এলএলএম (ইন্টারন্যাশনাল সম্পত্তি অধিকার)
  • এলএলএম (প্রযুক্তি আইন)

ব্যবস্থাপনা অনুষদ

সম্পাদনা
  • এমবিএ [ফাইন্যান্স]
  • এমবিএ [মার্কেটিং]
  • এমবিএ [মানব সম্পদ ব্যবস্থাপনা]
  • এমবিএ [অপারেশনস এবং সাপ্লাই চেইন এমজিএমটি]
  • এমবিএ [ব্যবসায় বিশ্লেষণ]
  • এমবিএ [ডিজিটাল মার্কেটিং]
  • এমবিএ [ই কমার্স]
  • বি.বি.এ [বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলর]
  • বি.বি.এ [বিমান পরিচালনা]
  • পিএইচ.ডি. কার্যক্রম
  • এসডিজি সেন্টার
  • ডিজাইন স্কুল

কমার্স অনুষদ

সম্পাদনা
  • বি.কম (পাশ)
  • বি.কম (অনার্স)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Private University Karnataka"University Grants Commission (India)। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৫ 
  2. "Council nod for 3 private varsities"Deccan Herald। ১৩ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৫ 
  3. "Students shine bright on a sunny Saturday"The Times of India। ১১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  4. "Presidency University - University Officers - Presidency University"presidencyuniversity.in। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৯ 
  5. "Presidency University Awarded Best Emerging University in South India" 

বহিঃসংযোগ

সম্পাদনা

দাপ্তরিক ওয়েবসাইট