প্রাথমিক চিকিৎসা
প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড (ইংরেজি: First aid) হলো চিকিৎসা জরুরী অবস্থায় যে কোন ব্যক্তিকে দেওয়া প্রথম এবং তাৎক্ষণিক সহায়তা।[১] এটি কোন ব্যক্তির শারীরিক অক্ষমতা, ক্ষতিগ্রস্ততা বা আঘাতপ্রাপ্তির প্রেক্ষাপটে সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে অস্থায়ী চিকিৎসাবিশেষ।প্রতিবছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার পালিত হয় প্রাথমিক চিকিৎসা দিবস বা first aid day।দুর্ঘটনাজনিত কোন কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত ও সঙ্কটাপন্ন হবার হাত থেকে রোগীকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে থাকে। এর ফলে ভূক্তভোগী ব্যক্তিকে অস্থায়ীভিত্তিতে নিরাপত্তা প্রদান করে উন্নত চিকিৎসার জন্যে হাসপাতালে প্রেরণ করা হয়। ফলশ্রুতিতে ডাক্তার বা নার্স প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা করে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে নিজ গৃহে প্রত্যাবর্তন কিংবা অন্য কোন বিশেষায়িত হাসপাতালে দ্রুত প্রেরণের সঠিক নির্দেশনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকেন।
প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্যে তেমন কোন যন্ত্রপাতি বা চিকিৎসা উপকরণের প্রয়োজন হয় না; এর প্রধান কারণ হচ্ছে যে-কোন স্থানে ও যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। জরুরী চিকিৎসা কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার উপর আগ্রহী ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এর ফলে প্রশিক্ষণ গ্রহণকারী ব্যক্তি নির্দিষ্ট স্থানে তথ্য প্রেরণ করেন ও অ্যাম্বুলেন্স আসার পূর্ব পর্যন্ত রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। প্রাথমিক চিকিৎসা কাকে বলে? দুর্ঘটনায় ডাক্তার ডাকার পূর্বে রোগীর সাময়িক শুশ্রুষা করাকে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড বলে। প্রাথমিক চিকিৎসার সময় যে ব্যবস্থাগুলি অবলম্বন করা হয় তাকে প্রাকচারণ বলে।
• First Aid শব্দের মধ্যেই প্রাথমিক চিকিৎসার অর্থ অন্তর্নিহিত আছে। যেমন-
F = Fast অর্থাৎ দ্রুত।
I = Investigation অর্থাৎ আহত ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা করা।
R = Relief অর্থাৎ আহত ব্যক্তির কষ্ট লাঘব করা।
S = Symptom অর্থাৎ রোগের লক্ষণ।
T = Treatment অর্থাৎ চিকিৎসা করা।
A = Arrange অর্থাৎ ব্যবস্থাপনা।
I = Immediate অর্থাৎ সঙ্গে সঙ্গে।
D = Disposal অর্থাৎ রোগীকে হাসপাতালে স্থানান্তরিত করা।
•
প্রাথমিক চিকিৎসার লক্ষ্য
সম্পাদনাপ্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্যগুলো-
- দুর্ঘটনায় আহত বা পীড়িত ব্যক্তির জীবন রক্ষা করা।
- আহত বা অসুস্থ ব্যক্তিকে অসুস্থতা থেকে নিরাময় করে তোলা।
- আহত বা পীড়িত ব্যক্তির যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে যাতে বৃদ্ধি না পায় সেদিকে লক্ষ্য রাখা।
প্রাথমিক চিকিৎসার বাক্স (First Aid Box):
যে বাক্সের মধ্যে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, ব্যান্ডেজ ইত্যাদি রাখা হয় তাকে ফার্স্ট এড বক্স বলে। এই বাক্সের উপরে এবং পাশে লাল রঙের চিহ্ন (রেড ক্রস) দিয়ে রাখবে। বাক্সের মধ্যে নিম্নলিখিত জিনিসগুলি রাখতে হবে। রোলার ব্যান্ডেজ,তুলো,গজ, জীবাণু নাশক, ছুরি, কাঁচি লিউকোপ্লাস্ট।
উদ্দেশ্যাবলী
সম্পাদনাপ্রাথমিক চিকিৎসার মূল উদ্দেশ্য নিম্নবর্ণিত তিনটি বিষয়ের উপর সীমাবদ্ধ[২] -
- বিপদাপন্ন ব্যক্তির জীবনকে সংরক্ষণ করা। তাকে মৃত্যুর সম্ভাবনা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা।
- আরও আঘাতপ্রাপ্তি হওয়া থেকে রক্ষা করা। ভূক্তভোগী ব্যক্তির আঘাত যাতে আরও দ্রুত ছড়িয়ে না পড়ে কিংবা আরও গুরুতর পর্যায়ের দিকে অগ্রসর না হয় সেদিকে নজর রাখা। রক্তপাত বন্ধ করার দ্রুত পদক্ষেপ নেয়া।
- উদ্দীপনা জাগিয়ে তুলে ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে প্রেরণ না করা। আঘাতপ্রাপ্তি তেমন গুরুতর নয় এ বিষয়টি ব্যক্তির অন্তঃমনে প্রবেশ করানো। আরোগ্য লাভের জন্যে ব্যান্ডেজ বা প্লাস্টার প্রয়োগের ন্যায় সাধারণ চিকিৎসা সেবাই অনেকাংশে মূল চিকিৎসায় রূপান্তরিত হতে পারে।
প্রশিক্ষণ
সম্পাদনাআগ্রহী ব্যক্তিদেরকে প্রাথমিক চিকিৎসার উপর খুবই উঁচুমানের প্রশিক্ষণ দেয়া হয়। সাধারণতঃ প্রশিক্ষণ পর্বটি অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক ও ব্যক্তিত্ব কর্তৃক পরিচালিত হয়ে থাকে। প্রশিক্ষণের মান, সময়সীমা দেশে-বিদেশে ভিন্ন হতে পারে। যুক্তরাজ্যে একদিনের জন্যে প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণমালা প্রদান করা হয় এবং কার্যস্থলে চার দিনব্যাপী প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণে আঘাতপ্রাপ্তি থেকে আত্মরক্ষা, প্রয়োজনীয় নিরাপত্তা এবং চিকিৎসা প্রদানের ধাপসমূহ অন্তর্ভুক্ত থাকে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ First aid manual: 9th edition। Dorling Kindersley। ২০০৯। আইএসবিএন 978-1-4053-3537-9।
- ↑ ""Accidents and first aid". NHS Direct. Archived from the original on 2008-05-03. Retrieved 2008-10-04"। ২০০৮-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-০৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- First Aid Guide at the Mayo Clinic
- What is CPR ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে
- First aid from the British Red Cross - including first aid tips and first aid training information
টেমপ্লেট:First aid টেমপ্লেট:Emergency medicine টেমপ্লেট:Lifesaving and Lifeguarding