প্রলোভনকারী (ফরাসি: Le Séducteur, উত্তেজক নামেও পরিচিত)[১] বেলজিয় চিত্রকর রেনে ম্যাগ্রিট কর্তৃক অঙ্কিত পরাবাস্তব চিত্রকর্ম। ম্যাগ্রিট চিত্রটির তিনটি সংস্করণ অঙ্কন করেছিলেন। প্রথমটি ১৯৫০ সালে আঁকা হয়,[২] দ্বিতীয়টি ১৯৫১ সালে[৩] এবং তৃতীয়টি বেলজিয়ামের ব্রাসেলসে ১৯৫৩ সালে আঁকা হয়।[২] ১৯৫০ সালের চিত্রটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ভারজিনিয়ার চারুকলা যাদুঘরে এবং শেষ অঙ্কিত চিত্রটি একজনের ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত।[২]

প্রলোভনকারী
ফরাসি: Le Séducteur
শিল্পীরেনে ম্যাগ্রিট
বছর১৯৫০ (1950)
আন্দোলনপরাবাস্তববাদ
আয়তন৩৮ সেন্টিমিটার × ৪৬ সেন্টিমিটার (১৫ ইঞ্চি × ১৮ ইঞ্চি)

বর্ণনা সম্পাদনা

চিত্রটি ৩৮ সেমি × ৪৬ সেমি (১৫ ইঞ্চি × ১৮ ইঞ্চি) ক্যানভাসে গাঢ় নীল ও হালকা আকাশী নীল রঙের পটভূমিতে অঙ্কিত। চিত্রে নীল মেঘময় উজ্জ্বল আকাশের বিপরীতে সমুদ্রে ভাসমান সম্পূর্ণ পাল তোলা নৌযানের প্রতিকৃতি চিত্রায়িত হয়েছে। নৌযানের প্রতিকৃতি সমুদ্রের ঢেউয়ে পরিপূর্ণ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Le Séducteur (The Tempter)"। Magritte Gallery। ১৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩ 
  2. Haber, John। "The Seduction of Modern Art"Haberarts.com। ২৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩ 
  3. "Magritte's 1949-1960 Gallery"। Matteson Art। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩  Includes reproductions of five versions of the painting.