প্রমথেশ চন্দ্র বরুয়া

ভারতীয় অভিনেতা
(প্রমথেশ বড়ুয়া থেকে পুনর্নির্দেশিত)

প্রমথেশ চন্দ্র বড়ুয়া ( ইংরেজি: Pramathesh Chandra (P.C.) Barua; অসমীয়া:প্রমথেশ চন্দ্র বৰুৱা ) ভারতের একজন বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক ছিলেন। আসামের গৌরীপুরে জন্মগ্রহণ করা প্রমথেশ বড়ুয়া বাংলা ও হিন্দী চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। অপরাধী চলচ্চিত্রে তিনি সর্বপ্রথম কৃত্রিম আলোর ব্যবহার করেন এবং এটাই ভারতীয় চলচ্চিত্র শিল্পে প্রথম কৃত্রিম আলোর ব্যবহার। তার অপরাধী চলচ্চিত্রে ব্যবহার করা “কৃত্রিম আলো” ভারতীয় চলচ্চিত্র জগতে প্রথম কৃত্রিম ব্যবস্থা ছিল। ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম তিনি দেবদাস চলচ্চিত্রে ফ্লাস ব্যাক মন্তাজ, টেলিপ্যাথি শট এবং সাবজেকটিভ ক্যামেরার ব্যবহার করেন।

প্রমথেশ চন্দ্র বড়ুয়া
দেবদাস চলচ্চিত্রে প্রমথেশ বড়ুয়া ও যমুনা বড়ুয়া
জন্ম
প্রমথেশ চন্দ্র বড়ুয়া

২৪ অক্টোবর, ১৯০৩
মৃত্যু২৯ নভেম্বর, ১৯৫১
পেশাঅভিনেতা, পরিচালক, চিত্রনাট্য লেখক
দাম্পত্য সঙ্গীমাধুরীলতা
অমলা বালা বড়ুয়া
যমুনা বড়ুয়া

শিক্ষা

সম্পাদনা

প্রমথেশ বড়ুয়ার জন্ম অসমের গোয়ালপাড়া জেলার গৌরীপুরে হয়েছিল। পিতার নাম প্রভাতচন্দ্র বড়ুয়া ও মাতার নাম সরোজবালা বড়ুয়া।[] তিনি ছেলেবেলায় গৌরীপুরে ইউনাইটেড ক্লাব নামক একটি সাংস্কৃতিক সংঘের স্থাপনা করে নাটক করতেন। প্রমথেশ বড়ুয়া গৌরীপুর বিদ্যালয়ে শিক্ষা সম্পূর্ণ করার পর কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হয়েছিলন। ১৯২১ সনে তিনি কলকাতার বীরেন্দ্রনাথ মিত্রের কন্যা মাধুরীলতাকে বিবাহ করেছিলেন। ১৯২৮ সালে প্রমথেশ বড়ুয়া কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রী লাভ করেছিলেন। তিনি ইউরোপ ভ্রমণ করার সময় চলচ্চিত্র জগতের প্রতি তার আগ্রহ জন্মেছিল। ১৯২৬ সালে মাতৃবিয়োগের পর তিনি অসমে ফিরে আসেন ও পিতার সাথে জমিদারী কাজে মনোনিবেশ করেন। কিছুদিন পর তিনি কলকাতার জন্য রওনা হন এবং ঘরের সদস্যদের আপত্তি থাকা সত্বেও তিনি চলচ্চিত্র জগতে জড়িত হন। তিনি অমলা বালা বড়ুয়া ও যমুনা বড়ুয়াকে বিবাহ করেছিলেন। প্রথমেশ বড়ুয়া মোট ৬টি সন্তানের পিতা ছিলেন।

জীবনী এবং চলচ্চিত্রে অবদান

সম্পাদনা

১৯২০ সালে কলকাতা হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পাশ। ১৯২৪-এ প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ। ১৯২৮-এ মনোনীত সদস্য হিসেবে আসাম আইনসভায় যোগদান। ১৯৩০-এ উক্ত আইনসভার সদস্য নির্বাচিত।তিনি মোট ১৪টি বাংলা ও সাতটি হিন্দি ছবি পরিচালনা করেন।[] প্রমথেশ চন্দ্র বরুয়া কলকাতার ধীরেন্দ্রনাথ গাঙ্গুলীর 'দ্য ব্রিটিশ ডমিনিয়ান ফিল্ম লিমিটেড'এ মনোনিবেশ করেছিলেন ও তিনি এই প্রতিষ্ঠানে অভিনয় করেছিলেন।তিনি দ্বিতীয়বার ইউরোপ ভ্রমণের জন্য গিয়েছিলেন ও লন্ডন থেকে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন ও প্যারিসে লাইট বয় হিসেবে কাজ করে চলচ্চিত্র নির্মাণের কার্য আয়ত্ত করেছিলেন। প্যারিস থেকে চলচ্চিত্র নির্মাণের সামগ্রী ক্রয় করে তিনি ভারতে বড়ুয়া পিকচার্স নামে ষ্টুডিও স্থাপন করেছিলেন। ১৯৩১ সনে এই ষ্টুডিওর প্রথম চলচ্চিত্র 'অপরাধী' মুক্তি পেয়েছিল। কালীপ্রসাদ ঘোষ পরিচালিত ভাগ্যলক্ষ্মী চলচ্চিত্রে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী, প্রমথেশ বড়ুয়া ও দেবকী বসু একত্রিত হয়ে নিউ থিয়েটার্স নামক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন। এই থিয়েটারের থাকার সময় তিনি দেবদাস চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসে আধারিত এই চলচ্চিত্র প্রথমে বাংলা ভাষায় নির্মাণ করা হয়েছিল এবং ১৯৩৫ সালে তিনি হিন্দী ভাষায় দেবদাস চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তিনি হিন্দী চলচ্চিত্র মন্জিল, মুক্তি, অধিকার ও রজত জয়ন্তী পরিচলনা করেছিলেন। প্রাক স্বাধীনতা যুগের এই পরিচালক ও প্রযোজক এবং অভিনেতা প্রকৃতপক্ষে বাংলা সিনেমার প্রথম স্টার।তিনি বাংলা চলচ্চিত্রে 'মেলোড্রামা' প্রথম সূচনা করেন।৩

মৃত্যু

সম্পাদনা

অত্যধিক সুরা পানের ফলে প্রমথেশ বড়ুয়ার স্বাস্থ্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে; ফলে ১৯৫১ সালের ২৯ নভেম্বর তারিখে তার মৃত্যু হয়। কলকাতার ক্যাওড়াতলা মহাশ্মশানে প্রমথেশ বড়ুয়ার অন্তিম কার্য সমাপ্ত করা হয়।

প্রমথেশ বড়ুয়ার চলচ্চিত্র

সম্পাদনা
পরিচালনা
  • বেঙ্গল ১৯৮৩ (১৯৩২)
  • রূপ লেখা (১৯৩৪)
  • দেবদাস (১৯৩৫)
  • মায়া (১৯৩৬)
  • মঞ্জিল (১৯৩৬)
  • গৃহদাহ (১৯৩৬)
  • দেবদাস (১৯৩৬) হিন্দী
  • মুক্তি (১৯৩৭)
  • রজত জয়ন্তী (১৯৩৯)
  • অধিকার (১৯৩৯)
  • জিন্দেগী (১৯৪০)
  • শাপ মুক্তি (১৯৪০)
  • মায়ের প্রাণ (১৯৪১)
  • উত্তরায়ণ (১৯৪১)
  • জবাব (১৯৪২)
  • রাণী (১৯৪৩)
  • চুবহ শাম (১৯৪৪)
  • আমীরী (১৯৪৫)
  • পেহচান (১৯৪৬)
  • ইরাণ কী এক রাত (১৯৪৯)
  • মায়া কানন (১৯৫৩)
অভিনয়
  • সুবহ শাম (১৯৪৪)
  • রানী (১৯৪৩)
  • জবাব (১৯৪২) .... মনোজ
  • উত্তরায়ণ (১৯৪১) .... সলিল
  • মায়ের প্রাণ (১৯৪১) .... সতীশ
  • শাপ মুক্তি (১৯৪০) .... রমেশ
  • অধিকার (১৯৩৯) .... নিখিলেশ
  • রজত জয়ন্তী (১৯৩৯) .... রজত
  • মুক্তি (১৯৩৭) .... প্রশান্ত
  • গৃহদাহ (১৯৩৬) .... মহিম
  • মঞ্জিল(১৯৩৬) .... মহিম
  • দেবদাস (১৯৩৫) .... দেবদাস
  • রূপ লেখা (১৯৩৪) .... অরূপ
  • বেঙ্গল ১৯৮৩ (১৯৩২)
  • অপরাধী (১৯৩১)
  • চরিত্রহীন (১৯৩১)
  • টাকায় কি না হয় (১৯৩১)
চিত্রনাট্যকার
  • অধিকার (১৯৩৯)
  • রজত জয়ন্তী (১৯৩৯)
  • মুক্তি (১৯৩৭)
  • দেবদাস (১৯৩৬) হিন্দী
  • মায়া (১৯৩৬)
  • দেবদাস (১৯৩৫)
  • একাডা (১৯৩২)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০০৮ 
  2. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; দ্বিতীয় সংস্করণ: ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা: ২৩১, আইএসবিএন ৯৮৪-০৭-৪৩৫৪-৬
৩। বিশেষ সংখ্যা আনন্দলোক, ডিসেম্বর ২০১৩, আনন্দবাজার পত্রিকা প্রকাশন,শতবর্ষে ভারতীয় সিনেমা,পৃ:১৫৩