প্রভু দেবা
প্রভু দেবা (জন্ম ৩ এপ্রিল, ১৯৭৩) একজন ভারতীয় নৃত্যশিল্পী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং অভিনয়শিল্পী, নৃত্য পরিচালক।[১] যিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। পঁচিশ বছরের কর্মজীবনে তিনি নৃত্যশিল্পের ব্যাপক পরিসর ঘটিয়েছেন । সেরা নৃত্য পরিচালকের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ।[২]
প্রাথমিক জীবন এবং কাজের শুরু
সম্পাদনা১৯৯০ দশকের শুরুতে এবং ২০০০ সালে বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে ভূমিকা পালন করে প্রভূ দেবা। তার মধ্যে কাধালান (১৯৯৪), মিন্সারা কানুউ (১৯৯৭) এবং ভিআইপি (১৯৯৭) । কমেডি কাথলা কাথলা (১৯৯৮ ) এবং পরিবার নাটক ভানথাই পোলা (২০০০) এ সমালোচকদের প্রশংসা পান। ২০০৫ সালে তিনি সফলভাবে তেলুগু চলচ্চিত্র নুভভোস্ট্যানেন্ট নেনিদণ্ডনাথনের সাথে পরিচালক হিসেবে সাফল্যে পন। এরপর তিনি তেলুগু, হিন্দি এবং তামিল ভাষায় যেমন পোকারিরি (২০০৭), ওয়াংড্ড (২০০৯), রাউডি রাঠোর (২০১২) এবং সিং ব্লিং (২০১৫) তে অত্যন্ত লাভজনক চলচ্চিত্র তৈরি করেন।[৩]
চলচ্চিত্র
সম্পাদনাপরিচালনাকৃত চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | ভাষা | আলোচনা |
---|---|---|---|
২০০৫ | নুভোস্তান্তে নেনোদ্দন্তা | তেলুগু | |
২০০৬ | পোউরনামি | তেলুগু | |
২০০৭ | পোকিরি | তামিল | পোকিরি এর পুনঃনির্মাণ। |
২০০৭ | শংকর দাদা জিন্দাবাদ | তেলুগু | লাগে রাহো মুন্না ভাই এর পুনঃনির্মাণ। |
২০০৯ | বিল্লু | তামিল | সোল্ডিয়ার এর পুনঃনির্মাণ। |
২০০৯ | ওয়ান্টেড | হিন্দি | পোকিরি এর পুনঃনির্মাণ। |
২০১১ | এনেজিয়াম কাধাল | তামিল | লাভ ইন দি অফটারনুন এর অনুকরণ। |
২০১১ | ভেদি | তামিল | সরোযাম এর পুনঃনির্মাণ। |
২০১২ | রউডি রাথোর | হিন্দি | বিক্রমাকুরু এর পুনঃনির্মাণ। |
২০১৩ | রামিয়া ভাস্তভাইয়া | হিন্দি | নুভোস্তান্তে নেনোদ্দন্তা এর পুনঃনির্মাণ। |
২০১৩ | আর...রাজকুমার | হিন্দি | |
২০১৪ | অ্যাকশন জ্যাকশন | হিন্দি | |
২০১৫ | সিং ইজ ব্লিং | হিন্দি | মাই উয়াইফ ইজ এ গ্যাংস্টার ৩ এর পুনঃনির্মাণ। |
২০১৭ | কারুপ্পু রাজা বেল্লাই রাজা | তামিল | |
২০১৯ | দাবাং ৩ | হিন্দি | দাবাং চলচ্চিত্রের তৃতীয় ধারাবাহিক |
২০২০ | "স্ট্রিট ড্যান্সার ৩ডি" | হিন্দি | পরিচালক |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sharma, Itee (২৩ জুন ২০১৩)। "Lights, romance, action"। The Hindu। Chennai, India।
- ↑ Photos: prabhu-deva.jpg. Mid-day.com. Retrieved on 27 September 2013.
- ↑ Objections raised against Prabhu Deva, prabhu deva, Ramaiya Vastavaiya. Behindwoods.com (23 April 2013). Retrieved on 27 September 2013.
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে প্রভু দেবা (ইংরেজি)