প্রবেশদ্বার আলোচনা:ব্যাংক

সাম্প্রতিক মন্তব্য: Rubel33 কর্তৃক ৩ বছর পূর্বে "মোবাইল সংস্করণে প্রদর্শন ত্রুটি সংশোধন প্রসঙ্গে" অনুচ্ছেদে

মোবাইল সংস্করণে প্রদর্শন ত্রুটি সংশোধন প্রসঙ্গে সম্পাদনা

এই প্রবেশদ্বারের ওয়েব সংস্করণ ঠিকভাবেই প্রদর্শিত হয় কিন্তু মোবাইল সংস্করণ ঠিক ভাবে প্রদর্শন হয় না। সম্পূর্ণ ভিউ আসে না। এটা কি ঠিক করা সম্ভব? সম্ভব হলে কেউ করে দিবেন। ধন্যবাদ।রুবেল শেখ (আলাপ) ১৭:১৫, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Rubel33: জনাব, আমি তো ওয়েব এড্রেসের শুরুতে m লাগিয়ে মোবাইল ভিউ দেখলাম। সবকিছু তো ঠিকই আসে। আপনি কোন ধরনের সমস্যার কথা বলেছেন। ঠিক বুঝি নাই।  কুউ  পুলক  ১৪:৫১, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Kupulak: ভাই, সমস্যা হচ্ছে মোবাইল ভিউতে দেখতে হলে ডান দিকে স্ক্রল করে বা টেনে দেখতে হয়। মোবাইল স্ক্রিনে পুরোটা একবারে দেখা যাচ্ছে না যেমনটা অন্য প্রবেশদ্বারে দেখা যায়। রুবেল শেখ (আলাপ) ১৬:৩৩, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Rubel33: আপনার প্রবেশদ্বারে যে টেমপ্লেটগুলো ব্যবহার করেছেন তাদের ওয়াইড ( width="100%" ) ১০০ থেকে কমিয়ে দেখুন সমস্যা কেটে যেতে পারে।  কুউ  পুলক  ১৯:২২, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Rubel33: ঠিক করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৬, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাই প্রবেশদ্বারটি এখন উপস্থাপনযোগ্য ও অনেকটা মানসম্পূর্ণ হয়েছে। বাংলায় আরও কয়েকটি প্রবেশদ্বারে এই সমস্যা বিদ্যমান। যদি ওইগুলোও করে দিতেন তবে আরও ভালো হতো। ধন্যবাদ।রুবেল শেখ (আলাপ) ১৫:৩০, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"ব্যাংক" পাতায় ফেরত যান।