প্রবেশদ্বার:ধর্ম/ধর্ম গ্রন্থ

বাইবেল

বাইবেল বলতে ইহুদিখ্রিস্ট ধর্মে যথার্থ বলে স্বীকৃত বিভিন্ন গ্রন্থাবলীকে ইঙ্গিত করা হয়। তবে দুই ধর্মের স্বীকৃত গ্রন্থসমষ্টি একই নয়। ইহুদিদের স্বীকৃত গ্রন্থ হিব্রু বাইবেলকে খ্রিস্টানরা পুরাতন নিয়ম বলেন। খ্রিস্টানদের বাইবেলের মধ্যে পুরাতন নিয়ম ছাড়াও নূতন নিয়মও পড়ে। আবার খ্রিস্টানদের মধ্যে রোমান ক্যাথলিকরা বাইবেলে কিছু রচনা অন্তর্ভুক্ত করেন যাতে প্রোটেস্টেন্টরা একমত নন। অপরদিকে ইসলাম ধর্মমতে বাইবেলের বেশকিছু রচনা বিভিন্ন নবিদের কাছে আল্লাহ-এর পাঠানো গ্রন্থের সম্ভাব্য বিকৃতরূপ।