প্রবেশদ্বার:জলদস্যুতা/নির্বাচিত নিবন্ধ

চিত্রকর্মে ফরাসি জলদস্যু জ্যাক দে সোরেস কর্তৃক ১৫৫৫ সালে হাভানা লুট ও অগ্নিকান্ড, যা ক্যারেবীয় অঞ্চলে জলদস্যুতার উল্লেখযোগ্য ঘটনা

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে জলদস্যুতার যুগ শুরু হয় ষষ্টদশ শতাব্দীতে এবং এর সমাপ্তি ঘটে আঠারশো তিরিশের দশকে যখন পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার নৌবাহিনী তাদের ক্যারিবীয় উপনিবেশকে নিয়ে তাদের বিরুদ্ধাচারণ করে। ১৬৬০ এর দশক থেকে ১৭৩০ এর দশককে জলদস্যুতার স্বর্ণযুগ বলা হয়। কারণ জানা যায় এই সময় অধিকাংশ ক্ষেত্রে জলদস্যুরা আক্রমণে সফলতা অর্জন করেছে। জলদস্যুদের সমুদ্র বন্দরের সংখ্যা বাড়ায় ক্যারিবীয় অঞ্চলে জলদস্যুতার অবস্থা উন্নত হয়। এদের মধ্যে রয়েছে জামাইকার পোর্ট রয়েল , হাইতির তোরতুগা এবং বাহামা দ্বীপপুঞ্জের নাসাউ উল্লেখযোগ্য। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত ভুক্তির তালিকা