নারী সমকামী সাহিত্য হচ্ছে সাহিত্যের নারী সমকামী শাখা। সভ্যতার ঊষালগ্ন থেকেই নারীদের মধ্যে সমপ্রেম চলে বলে কথিত রয়েছে এবং নারী সমকামী সাহিত্য সেই খ্রিষ্টপূর্ব সময়কাল থেকেই চলে আসছে বলে রটিত। যদিও মধ্যযুগে ইউরোপে অনেক নারী সমকামী সাহিত্যিক শাস্তির আওতায় পড়ে গিয়েছিলেন এবং তাদের বই পুড়িয়ে ফেলা হয়েছে। ১৭৯১ সালে ফ্রান্স সমকামিতা বৈধ করে দেয় যেটা ছিলো পশ্চিম ইউরোপের ইতিহাসে পুরোপুরি বিরল দৃষ্টান্ত। যদিও উনিশ শতকে যখন ফ্রান্স পুরোপুরি উদার ছিলো সমকামিতার ক্ষেত্রে তখন ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তার দেশ ব্রিটেনে সমকামিতা অবৈধ করে রেখেছিলেন কিন্তু নারী-সমকামীদেরকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হতোনা তখন কারণ ফরাসী নারী সমকামী কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ - এগুলো ইংরেজি ভাষায় অনূদিত হয়ে ব্রিটেনে প্রকাশিত হচ্ছিলো। নারী সমকামিতা সাহিত্য - এই খাতের মূল ধারা শুরু বিংশ শতাব্দীতে প্রথম বিশ্বযুদ্ধের আগেই, আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার তুমুল হারে নারী সমকামী সাহিত্যিক লেখা পশ্চিম ইউরোপ জুড়ে বিক্রি হতে থাকে আর মার্কিন দেশে নারী সমকামী বই চালু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। নারীদের সমকামী সাহিত্য সমকামী নারীবাদের একটি অন্যতম মূল আলোচনার বিষয়। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত ভুক্তির তালিকা