প্রতিকণা
এই নিবন্ধটিতে যদিও তথ্যসূত্রের একটি তালিকা, সম্পর্কিত পাঠ বা বহিঃসংযোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটির তথ্যসূত্রগুলি অস্পষ্ট, কারণ এটিতে নির্দিষ্ট বাক্য বা অনুচ্ছেদকে সমর্থনকারী অভ্যন্তরীণ তথ্যসূত্র প্রদান করা হয়নি। (জুলাই ২০২১) |
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ডিসেম্বর ২০২০) |
প্রতিকণা হলো এমন কণিকা যার ভর এবং স্পিন অন্য একটি কণিকার সমান, কিন্তু যার তাড়িৎ আধান, ব্যারিয়ন সংখ্যা, লেপটন সংখ্যা প্রভৃতি অন্য কণিকাটির সমমানের অথচ বিপরীতধর্মী। কিছু সম্পূর্ণ নিরপেক্ষ কণিকা যেমন- ফোটন ও π০ মেসন (এরা নিজেরাই নিজেদের প্রতিকণা) ব্যতীত অন্য সব কণিকারই একটি করে প্রতিকণা রয়েছে। প্রতিনিউট্রিনো হচ্ছে নিউট্রিনোর প্রতিকণা, প্রতিপ্রোটন হলো প্রোটনের প্রতিকণা, ইত্যাদি। মূলতঃ প্রতিপ্রোটন, প্রতিনিউট্রন এবং প্রতিইলেকট্রন বা পজিট্রন সমূহকে নিয়ে গঠিত হয় প্রতিপদার্থ।
তথ্যসূত্র
সম্পাদনা- ফেইনম্যান, আর. পি. (১৯৮৭)। "The reason for antiparticles"। আর. পি. ফেইনম্যান; এস. ওয়েইনবার্গ। The 1986 Dirac memorial lectures (ইংরেজি ভাষায়)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন 0-521-34000-4।
- ওয়েইনবার্গ, এস. (১৯৯৫)। The Quantum Theory of Fields, খণ্ড ১: Foundations (ইংরেজি ভাষায়)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন 0-521-55001-7।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |