প্রণীত ভাট

ভারতীয় অভিনেতা

প্রণীত ভাট হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা যিনি শ্রেষ্ঠ মহাকাব্য টিভি সিরিজ মহাভারত (২০১৩-২০১৪ সাল) শকুনি চরিত্রে তার ভূমিকার জন্য পরিচিত।[১][২][৩]

প্রণীত ভাট
জন্ম
প্রণীত ভাট

(1980-09-26) ২৬ সেপ্টেম্বর ১৯৮০ (বয়স ৪৩)
জাতীয়তাভারতীয়
পেশামডেল, অভিনেতা, প্রকৌশলী
কর্মজীবন২০০৪-বর্তমান
দাম্পত্য সঙ্গীকাঞ্চন শর্মা ভাট (২০১৫-বর্তমান)

কে.কে. ওয়েগ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর, ভাট একটি সফটওয়্যার কোম্পানি, উইপ্রোতে কাজ করেন।[৪][৫]

ভাট ২০০২ সালে মুম্বাই স্থানান্তরিত হন,[৫] এবং মডেলিং-এর পরে,[৬] ২০০৪ সালে তিনি তার টেলিভিশন কর্মজীবন শুরু করেন,[৫] এবং টেলিভিশন প্রোগ্রাম যথা কিত্‌নি মাস্ত হ্যায় জিন্দেগি, হোটেল কিংস্টন, কিটু সাব জান্‌তি হ্যায়, সসস..ফির কোই হ্যায় এবং কাজ্জল-এ তাকে দেখা যায়।

তিনি গীত (২০১০-২০১১ সালে) আদিত্য চরিত্রে অভিনয় করেন। তাকে পৌরাণিক কাহিনী মহাভারতের শকুনি চরিত্রেও অভিনয় করতে দেখা যায়।[১] ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি রিয়ালিটি শো বিগ বস অনুষ্ঠানে বিগ বস ৮ম মৌসুমে প্রতিযোগীদের একজন হিসেবে অংশ নেন। .[৭]

২০১৫ সালের নভেম্বর মাসে তিনি তার দীর্ঘদিনের বান্ধবী কাঞ্চন শর্মাকে বিবাহ করেন। তার বিয়েতে মহাভারত এবং বিগ বসের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়ের উপস্থিত ছিলেন।

টেলিভিশন সম্পাদনা

বছর শো ভূমিকা উৎস
২০০৪ কিত্নি মাস্ত হ্যায় জিন্দেগি শেফান
২০০৭ কাজ্জল বান্টি
২০০৮ আরশ্‌লান শেফান
২০০৭ দিল্‌ মিল গায়ে --

২০১১ পাইলট পর্ব

ইস পেয়ার কো ক্যা নাম দু
২০১০–২০১১ গীত আদিত্য
২০১২–২০১৩ শুভ্রিন গুজ্ঞাল – ট্রপার অব দ্য ইয়ার জলি
২০১৩–২০১৪ মহাভারত শকুনি
২০১৪ বিগ বস ৮ প্রতিযোগী ৯১তম দিনে অবরোহণ, ২১ ডিসেম্বর ২০১৪ সালে।
২০১৫ রাজিয়া সুলতান কাশবি কালান্দার লাহ্‌হোরি
২০১৭ ত্রিদেভিয়া কিলমিশ
২০১৭ – বর্তমান রিশ্‌তো কা চক্রব্যূহ পুজান সিংহ
২০১৭ – বর্তমান পোরাস (বাংলায়ঃ পুরু বা রাজা পুরুষোত্তম) দরায়ুস ৩য়

পুরস্কার সম্পাদনা

২০১৪ সালে সেরা অভিনেতা- খল চরিত্রে তাকে ইন্ডিয়ান ট্যালি পুরস্কার দেওয়া হয়।[৮][৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Navya Malini (অক্টো ২৩, ২০১৩)। "Like lead actors, character actors too are paid well: Praneet Bhat"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩ 
  2. "Then and now: How Mahabharat has got more slick and grand"CNN-IBN। অক্টোবর ৭, ২০১৩। অক্টোবর ৯, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩ 
  3. Nikita Sharma (৬ সেপ্টেম্বর ২০১৪)। "Praneet Bhatt in Bigg Boss?"Daily News & Analysis। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩ 
  4. Reenu Dabas (আগস্ট ২৭, ২০১৩)। "Shakuni from Mahabharat is neither positive nor negative: Praneet Bhatt"Daily Bhaskar। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩ 
  5. Sana Riyaz (১২ সেপ্টেম্বর ২০১৩)। "'Glad that I am playing the role of Shakuni in Mahabharata'"The Pioneer (newspaper)। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩ 
  6. "Will Praneet Bhatt aka Shakuni of Mahabharat be the biggest mastermind of Bigg Boss 8?"Daily Bhaskar। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৩ 
  7. "'Bigg Boss 8′ takes off"The Indian Express। সেপ্টেম্বর ২২, ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-২২ 
  8. "Indian Telly Awards 2014: Popular Awards"Indian Telly Awards। ২০১৫-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৫ 
  9. Resham Sengar (সেপ্টেম্বর ১২, ২০১৪)। "Indian Telly Awards 2014 – And the winners are…"। সেপ্টেম্বর ১৩, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা