প্রগতিশীল ছাত্র জোট
প্রগতিশীল ছাত্র জোট বাংলাদেশের ৪টি বিপ্লবী, বামপন্থী ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত জোট। এই জোট বাংলাদেশে ছাত্রদের ও শিক্ষার বিভিন্ন অধিকার, প্রচলিত শিক্ষা ব্যবস্থার বদলে গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, জাতীয় সম্পদ রক্ষার ও মেহনতি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে জড়িত। বর্তমানে প্রগতিশীল ছাত্রজোটের বর্তমান সমন্বয়ক হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সমন্বয়ক ফয়েজ উল্লাহ।[১]
প্রগতিশীল ছাত্র জোট | |
---|---|
চেয়ারপার্সন | ফয়েজ উল্লাহ [১] |
ভাবাদর্শ | সমাজতন্ত্র |
স্লোগান | ঐক্য, শিক্ষা, প্রগতি |
বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক দল |

প্রগতিশীল ছাত্র জোটভুক্ত ৪টি ছাত্র সংগঠন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারির দাবি প্রগতিশীল ছাত্র জোটের"। Jago News। ২০২২-১১-২৮। সংগ্রহের তারিখ ২০২২-০২-০৭।