পোনাবালিয়া হত্যাকাণ্ড

বাঙালি মুসলমানকে গণহত্যার ঘটনা

পোনাবালিয়া গণহত্যা হলো ১৯২৭ সালের ৭ ই মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে ব্রিটিশ ভারতীয় পুলিশ সদস্যদের দ্বারা গঠিত পোনাবালিয়ায় ২০ জন বাঙালি মুসলমানকে গণহত্যার ঘটনা।[১][২][৩]

ইতিহাস সম্পাদনা

৭ মার্চ ১৯২৭ তারি, বাঙালি হিন্দুদের একটি দল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পোনাবালিয়ায় অবস্থিত শিব মন্দিরের দিকে যাচ্ছিল। দলটি ঢাক বাজানো সহ কীর্তন করতে করতে যাচ্ছিল। একসময় দলটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। মসজিদে নামাজের জন্য জমায়েতের মুসলমানগণ উচ্চ আওয়াজ বন্ধ করার জন্য শোভাযাত্রাকারীদেরকে বলে। তারা তা না শোনায়, এটা থামাতে মুসলমানগণ মানবঢাল তৈরি করে। সত্যাগ্রহ আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী সতীন্দ্রনাথ সেন হিন্দুদের আরো উচ্চস্বরে কীর্তন করতে বলেন। জেলা ম্যাজিস্ট্রেট ই.এন ব্ল্যান্ডি ও পুলিশ সুপার টেইলর একটি পুলিশ বাহিনীর সাথে দ্রুত ঘটনাস্থলে পোঁছান।[১][৪][৫]

মুসলমানগণ ইংরেজিতে কথা বলতে পারতো না। তাই তারা গলার কাছে হাত দিয়ে সংকেত প্রদানের মাধ্যমে ব্রিটিশদের বুঝানোর চেষ্টা করে যে, নামায পড়ার সময় বাধা সহ্য করার থেকে তারা মৃত্যু বরণকে ভালো মনে করে। এর মানে হিন্দুরা যদি সামনে এগিয়ে যায় তবে মুসলমানরা তাদের হত্যা করবে। অতঃপর ব্ল্যান্ডি গুলিবর্ষণের আদেশ দেন, যার ফলে ২০ জন মুসলমানের মৃত্যু হয় এবং অনেক ব্যক্তি আহত হয়।[৪][৬]

ফলাফল সম্পাদনা

কিছু দিন পর নিখিল বাংলা মুসলিম সম্মেলন ঘটনার তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছিল। কমিশন গঠিত হয়েছিল এবং এটি একটি প্রতিবেদন জমা দেয়, যা কখনও প্রকাশিত হয়নি। গ্রামবাংলায় অসহযোগ আন্দোলন-পরবর্তী সময়ে এই ঘটনাটিকে সাম্প্রদায়িক বিভেদের প্রমাণ হিসাবে অভিহিত করে এবং মুসলিম সংবাদমাধ্যমের দ্বারা তা তুলে ধরা হয়েছিল।[৪][৭][৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Twenty Moslems killed"British Newspaper Archive (ইংরেজি ভাষায়)। The Scotsman। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  2. Husain, Syed Sajjad (১৯৬৪)। Pakistan: An Anthology (ইংরেজি ভাষায়)। Society for Pakistan Studies। পৃষ্ঠা 231। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  3. Sarkar, M.L. (১৯২৮)। The Congress and the National Movement (from a Bengali Standpoint) (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা 96। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  4. মোঃ আবদুল হালিম (২০১২)। "পোনাবালিয়া হত্যাকান্ড"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  5. Chatterjee, Partha (১৯৮৪)। Bengal, 1920-1947 (ইংরেজি ভাষায়)। Centre for Studies in Social Sciences। পৃষ্ঠা ৭৮। 
  6. Mitra, Nripendra Nath (১৯২৭)। The Indian Quarterly Register (ইংরেজি ভাষায়)। Annual Register Office.। পৃষ্ঠা ৮১–৮৩। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  7. Das, Suranjan (১৯৯১)। Communal riots in Bengal, 1905-1947 (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা ১০৬। আইএসবিএন 0-19-562840-3। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭The Muslim press also used the Ponabalia incident as a warning to its readers. 
  8. Sarkar, Chandiprasad (১৯৯১)। The Bengali Muslims: A Study in Their Politicization, 1912-1929 (ইংরেজি ভাষায়)। K.P. Bagchi & Company। পৃষ্ঠা ২০৫–০৭। আইএসবিএন 9788170740964। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭