পেথাপুর রাজ্য
পেথাপুর রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী ক্ষুদ্র দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বরোদা এবং গুজরাত রাজ্য এজেন্সির মহীকাণ্ঠা এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] রাজ্যটির রাজনিবাস ছিলো পেথাপুর গ্রাম, এটি বর্তমানে গুজরাত রাজ্যের গান্ধীনগর জেলায় অবস্থিত৷[২] গ্রামটি ইট শিল্পের জন্য খ্যাত ছিলো৷[৩]
পেথাপুর রাজ্য પેથાપુર | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য | |||||||
খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী–১৯৪০ | |||||||
ডানদিকে অবস্থিত চিত্রাংশে নীল রঙে দর্শিত পেথাপুর রাজ্য | |||||||
আয়তন | |||||||
• ১৯০১ | ২৯ বর্গকিলোমিটার (১১ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯০১ | ৫,৬১৬ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী | ||||||
১৯৪০ | |||||||
|
ইতিহাস
সম্পাদনাখ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে রাজা পেথাসিং শেরথা শহরে নিজের আধিপত্য বিস্তার করেন৷ পারমার পেথাসিঙের মৃত্যুর পর পাটনের গুজরাত সালতানাতের সদস্যরা এটিকে যুদ্ধক্ষেত্র হিসাবে ব্যবহার করতেন৷ সুলতান প্রথম আহমদ শাহ পাটন শহর ছেড়ে একটি নতুন রাজধানী স্থাপনের লক্ষ্যে আমেদাবাদ শহরের প্রতিষ্ঠা করেন৷ ১৯৬০ খ্রিস্টাব্দে বোম্বে রাজ্য ভেঙে গুজরাত ও মহারাষ্ট্র রাজ্যের জন্ম হলে আমেদাবাদ হয়ে ওঠে গুজরাতের রাজধানী৷ নতুন শহরটি সাজানো হয় পেথাপুর রাজ্যের জমির ওপরই৷ [তথ্যসূত্র প্রয়োজন]
রাজ্যটি বাঘেল রাজবংশীয় রাজপুতদের দ্বারা শাসিত হতো৷ [তথ্যসূত্র প্রয়োজন] ইদার রাজ্যের রাও কিরাতসিংজীর পুত্র বিরাজমল ১৮৮২ খ্রিস্টাব্দের ১২ই এপ্রিল এই রাজ্যের রাওয়াল হিসাবে নিযুক্ত হন৷ তার পরে তার পুত্র রাওয়াল দীপসিংজী শিউসিংজীও ঐ একই কাজে নিযুক্ত হন৷[তথ্যসূত্র প্রয়োজন]
১৯৪০ খ্রিস্টাব্দের ১লা ফেব্রুয়ারি বরোদা রাজ্যতে সংযুক্ত হওয়ার জন্য সংযুক্তকরণের বিষয় হিসাবে প্রথম স্বঘোষিত দেশীয় রাজ্য হয়ে ওঠে৷ বৃহত্তর এজেন্সি গঠনের লক্ষ্যে ও চতুর্দিকে বরোদাবেষ্টিত হওয়ার কারণে পরবর্তী বহু দেশীয় রাজ্যের মতো এটিও বরোদা এজেন্সিতে স্থানান্তরিত হয়৷[৪] রাজ্যটির শেষ শাসক শ্রীফতে সিং বরোদা রাজ্যে সংযুক্তি থেকে ভারতের স্বাধীনতালাভ অবধি নামমাত্র এই রাজ্যটি শাসন করতেন৷ ১ মে ১৯৪৯ খ্রিস্টাব্দে বরোদা একীভূতকরণের দলিল স্বাক্ষরিত করে ভারতীয় অধিরাজ্যে যোগদান করলে এই রাজ্যটিও ভারতের অংশীভূত হয়৷[তথ্যসূত্র প্রয়োজন]
শাসকবর্গ
সম্পাদনাপেথাপুর দেশীয় রাজ্যের শাসকগণ বাপু ঠাকুর উপাধিতে ভূষিত হতেন৷
- আ. ১৬৫০ – .... : পুঞ্জ সিং
- আ. ১৭০০ – .... : রঞ্ছোড় সিং
- ১৭০০ – ১৮০০ : অজ্ঞাত সংখ্যক উত্তরাধিকারী
- ১৮০০ পরবর্তী – .... : আড়ে সিং
- .... – ১৮৬১ : ভবন সিং
- ১৮৬১ – ১৮৭৯ : হিমত সিং
- ১৮৭৯ – ১৮৯৬ : গম্ভীর সিং
- ১৮৯৬ – ১৯৪৮ : শ্রীফতে সিং
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Imperial Gazetteer of India, v. 20, p. 127.
- ↑ Pethapur S.O Post Office – Gandhinagar, Gujarat
- ↑ Block Making at Pethapur Village
- ↑ McLeod, John; Sovereignty, power, control: politics in the States of Western India, 1916–1947; Leiden u.a. 1999; আইএসবিএন ৯০-০৪-১১৩৪৩-৬; p. 160