পেটকাটা ষ
নুহাশ হুমায়ূন পরিচালিত ২০২২-এর ওয়েব ধারাবাহিক
(পেট কাটা ষ (ওয়েব ধারাবাহিক) থেকে পুনর্নির্দেশিত)
পেটকাটা ষ হল ২০২২ সালের একটি বাংলাদেশী ভৌতিক ওয়েব ধারাবাহিক। এটি রচনা ও পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন।[১] ধারাবাহিকটি অনলাইন ভিডিও-অন-ডিমান্ড প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, নভেরা রহমান। ধারাবাহিকটি প্রজন্মের পর প্রজন্ম চলে আসা প্রচলিত বাংলা লোকগল্পের সবচেয়ে ছায়াময় ও চাঞ্চল্যকর প্রেক্ষাপটগুলোর একটি আধুনিক পুনরাবৃত্তি।[২]
পেটকাটা ষ | |
---|---|
ধরন | ভৌতিক |
লেখক | নুহাশ হুমায়ূন |
পরিচালক | নুহাশ হুমায়ূন |
অভিনয়ে | নিচে দেখুন |
মূল দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৪ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | রিমন হুসেন খান আবরার জাহিন রাফি |
প্রযোজক | রেদওয়ান রনি |
নির্মাণের স্থান | ঢাকা |
চিত্রগ্রাহক | তাহসিন রহমান |
সম্পাদক | নুহাশ হুমায়ূন |
ব্যাপ্তিকাল | ২৪-৩১ মিনিট |
নির্মাণ কোম্পানি | চরকি |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | চরকি |
মূল মুক্তির তারিখ | ৭ এপ্রিল ২০২২ |
কুশীলব
সম্পাদনা- সোহেল মন্ডল - হাসান
- শিরিন আক্তার শিলা - পেতনি
- একরাম খান ইমু
- দুর্জয় রায়
- সাক্ষ শাহিদ
- সৌমিক বোস
- আফজাল হোসেন
- চঞ্চল চৌধুরী
- কাজী নওশাবা আহমেদ
- খালেদ আহমেদ রুমি
- মোমো আলী
- মায়মুনা ইসলাম মেধা
- মোহনা হোসেন
- মোরশেদ মিশু
- সাঈদা তাসলিমা হাসান নদী
- প্রণয় দেব উচ্ছাস
- তৌফিকুল ইমন
- গীতশ্রী চৌধুরী
- প্রীতম হাসান
- মাসুদা খাতুন
- নভেরা রহমান
- নাবিল নাসের
- আবির
- হোসেন
- মুর্তজা জুবায়ের
পর্ব
সম্পাদনামৌসুমে নং. | শিরোনাম | পরিচালক | লেখক | মূল মুক্তির তারিখ | |
---|---|---|---|---|---|
১ | "এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ[৩]" | নুহাশ হুমায়ূন | নুহাশ হুমায়ূন | ৭ এপ্রিল ২০২২ | |
একাকী যুবক হাসান এক রাতে বাসায় মাছ রাঁধতে গিয়ে আবিষ্কার করে তার ঘরে এক রহস্যময় আগন্তুক। সে বুঝতে পারে ঘরে পেতনি এসেছে যে তার বন্ধু শাফায়াতকে মেরে ফেলেছে। সে সিদ্ধান্ত নেয় নিজে পেতনির ভোজ হওয়া থেকে বাঁচতে দ্রুত মাছটা পেতনিকে রেঁধে খাওয়াতে হবে। | |||||
২ | "মিষ্টি কিছু" | নুহাশ হুমায়ূন | নুহাশ হুমায়ূন | ১৪ এপ্রিল ২০২২ | |
নিরাশ, সংসারী এক মিষ্টি বিক্রেতা মাহমুদ। তার দেখা হয় এক নিশাচার ক্রেতার সঙ্গে। গভীর রাতের সেই কাস্টমার কথা দেয়, মজার মজার মিষ্টির বদলে তার একটি করে ইচ্ছা পূরণ করবে। তা-ই হয়। লোকটা অবাক হয়ে একে একে ইচ্ছাপূরণ হওয়া দেখে, কিন্তু শিগগিরই মধুর চমক তিক্ততায় পরিণত হয়। সে বোঝে, মনের সাধগুলো নিয়ে হুঁশিয়ার হতে হবে।[৪] | |||||
৩ | "লোকে বলে" | নুহাশ হুমায়ূন | নুহাশ হুমায়ূন | ২১ এপ্রিল ২০২২ | |
ঘুরতে ঘুরতে এক ভ্রমণকারী দম্পতি এক গ্রামে গিয়ে পৌঁছায়, যেখান থেকে প্রতিটা বাংলা কুসংস্কারের উৎপত্তি, একটার চেয়ে আরেকটার গল্প আরও বেশি অদ্ভুত। তার মধ্যে বিশেষ একটা—সন্ধ্যা নামার পর খোলা চুলে বের হওয়ার গল্প। | |||||
৪ | "নিশির ডাক" | নুহাশ হুমায়ূন | নুহাশ হুমায়ূন | ২৮ এপ্রিল ২০২২ | |
কক্সবাজারে এনজিওতে কর্মরত তরুণের কানে এক অদ্ভুত কাহিনির কথা ভেসে আসে। কোনো এক অজানা ডাক ছোট ছোট শিশুদের ডেকে নিয়ে যায় জলের কিনারে, টেনে নিয়ে যায় সমুদ্রের অতলে। তারপর তাদের আর খোঁজ মেলে না।[৫] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নুহাশ হুমায়ূনের 'পেটকাটা ষ'"। বণিকবার্তা। ৪ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
- ↑ "ভৌতিক সিরিজ 'পেটকাটা ষ'"। দৈনিক প্রথম আলো। ২৯ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
- ↑ "নুহাশের 'ষ' সিরিজের ১ম পর্ব 'এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ'"। সারাবাংলা। ৬ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
- ↑ "পেটকাটা ষ ওয়েব সিরিজের দৃশ্যে চঞ্চল চৌধুরী"। বণিকবার্তা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।
- ↑ "আসছে 'ষ'-এর শেষ পর্ব 'নিশির ডাক'"। বার্তা২৪। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে পেটকাটা ষ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে পেটকাটা ষ