পেজমান মোন্তাজেরী

ইরানী ফুটবলার

পেজমান মোন্তাজেরী (ফার্সি: پژمان منتظری, জন্ম: ৬ সেপ্টেম্বর ১৯৮৩) হলেন একজন ইরানী পেশাদার ফুটবলার, যিনি ইরানি ক্লাব এস্তেঘলাল এবং ইরান জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১]

পেজমান মোন্তাজেরী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম পেজমান মোন্তাজেরী
জন্ম (1983-11-07) ৭ নভেম্বর ১৯৮৩ (বয়স ৪০)
জন্ম স্থান আহভাজ, ইরান
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
এস্তেঘলাল
জার্সি নম্বর ৩৩
যুব পর্যায়
২০০১–২০০৪ ফুলাদ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৪–২০০৭ ফুলাদ ৮১ (৬)
২০০৭–২০১৪ এস্তেঘলাল ২০৯ (১০)
২০১৪–২০১৫ উম সালাল ৩৯ (২)
২০১৫–২০১৭ আল আহলি ৩১ (১)
২০১৭– এস্তেঘলাল ১৬ (০)
জাতীয় দল
২০০৫–২০০৬ ইরান অনূর্ধ্ব-২৩ (১)
২০০৭– ইরান ৪৬ (১)
অর্জন ও সম্মাননা
 ইরান-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৬ কাতার দল
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৬ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৯ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক গোল সম্পাদনা

স্কোর এবং ফলাফলের কলামে ইরানের গোলসংখ্যা প্রথমে উল্লেখ করা হয়েছে।
# তারিখ ভেন্যু প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
১. ৫ অক্টোবর ২০১১ আজাদি স্টেডিয়াম, তেহরান, ইরান   ফিলিস্তিন –০ ৭–০ প্রীতি ম্যাচ

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তার ভাই, নাদার মোন্তাজেরী ইরান জাতীয় রাগবি ইউনিয়ন দলের হয়ে খেলেন এবং তার চাচাতো ভাই, রুজবেহ মাদাদী ইরান জাতীয় ফুটবল একাডেমীর কোচের দায়িত্ব পালন করেন।

সম্মাননা সম্পাদনা

ক্লাব সম্পাদনা

ফুলাদ
এস্তেঘলাল

ব্যক্তিগত সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Umm Salal Fan Thread"। PersianFootball.com। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা