পূর্ব রেল বিভাগীয় স্টেডিয়াম

পূর্ব রেল বিভাগীয় স্টেডিয়াম বা লোকো স্টেডিয়াম হল পশ্চিমবঙ্গের আসানসোল শহরে অবস্থিত একটি বিবিধ ক্রীড়া স্টেডিয়াম। এই মাঠটি প্রধানত ব্যবহৃত হয় ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলাধূলার জন্য। এই স্টেডিয়ামে রঞ্জি ট্রফির একটি ম্যাচ আয়োজিত হয়েছিল[১] - ১৯৮২ সালে বাংলা ক্রিকেট দলের বিরুদ্ধে ওড়িশা ক্রিকেট দলের ম্যাচটি। কিন্তু তারপর থেকে এখানে আর কখনও প্রথম-শ্রেণির ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়নি।[২]

পূর্ব রেল বিভাগীয় স্টেডিয়াম
লোকো স্টেডিয়াম
পূর্ণ নামপূর্ব রেল বিভাগীয় স্টেডিয়াম
অবস্থানআসানসোল, পশ্চিমবঙ্গ
মালিকপূর্ব রেল
পরিচালকপূর্ব রেল
ধারণক্ষমতা৫,০০০
নির্মাণ
কপর্দকহীন মাঠ১৯৮২
উদ্বোধন১৯৮২
ওয়েবসাইট
ক্রিকইনফো

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা