পূর্ব কার্বি-আংলং বন্যপ্রাণ অভয়ারণ্য

পূর্ব কার্বি আংলং অভয়ারণ্য (অসমীয়া: পূব কাৰ্বি আংলং অভয়াৰণ্য) আসামের কার্বি আংলং জেলার অন্তর্গত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি কার্বি আংলং-কাজিরাঙা ল্যান্ডস্কেপের একটি উল্লেখযোগ্য অংশ।

পূর্ব কার্বি আংলং অভয়ারণ্য ( East Karbi Anglong Wildlife) Sanctuary
আইইউসিএন বিষয়শ্রেণী IV (বাসস্থান/প্রজাতি ব্যবস্থাপনা অঞ্চল)
অবস্থানআসাম, ভারত
আয়তন২২১.৮১ বর্গ কিলোমিটার[১]
কর্তৃপক্ষপরিবেশ ও বন বিভাগ, আসাম

ভৌগোলিক বিবরণ সম্পাদনা

পূর্ব কার্বি আংলং অভয়ারণ্যের আয়তন প্রায় ২২১.৮১ বর্গকি:মি:।[২] এটি গুয়াহাটিযোরহাট থেকে ক্রমে ১৯০ ও ১১০ কি:মি: দূরত্বে অবস্থিত।

জীববৈচিত্র সম্পাদনা

প্রাণী সম্পাদনা

হাতি, সম্বর হরিণ, আসামি বানর, লাল বান্দর, উল্লুক ইত্যাদি[২]

পাখি সম্পাদনা

হাড়গিলা, সবুজ টিয়া ইত্যাদি।

সরীসৃপ সম্পাদনা

খৈয়া গোখরা, অজগর, কচ্ছপ ইত্যাদি।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "National Wildlife Database: List of Protected Areas in India" (পিডিএফ)। Wildlife Institute of India। ১৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১০ 
  2. "Department of Environment & Forests (Government of Assam)"assamforest.in। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]