পুরুলিয়া জংশন রেলওয়ে স্টেশন

ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

পুরুলিয়া রেলওয়ে স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার সদর দপ্তর পুরুলিয়া শহরের অবস্থিত। এই স্টেশনটি এই শহরের প্রধান রেল যোগাযোগ কেন্দ্র।

পুরুলিয়া জংশন
ভারতীয় রেল জংশন স্টেশন
পুরুলিয়া জংশন রেল স্টেশনের সাইনবোর্ড বাংলা, সাঁওতালি, হিন্দি ও ইংরেজি ভাষায়
অবস্থানস্টেশন রোড, পুরুলিয়া শহর, মেদিনীপুর বিভাগ, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৩°১৯′৩০″ উত্তর ৮৬°২২′৪১″ পূর্ব / ২৩.৩২৫° উত্তর ৮৬.৩৭৮° পূর্ব / 23.325; 86.378
উচ্চতা২৪৬ মিটার (৮০৭ ফু)
লাইনআসানসোল-টাটানগর-খড়গপুর লাইন , পুরুলিয়া-রাঁচি লাইন
প্ল্যাটফর্ম
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (ভূমিস্ত)
পার্কিংহ্যাঁ
সাইকেলের সুবিধাহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাসক্রিয় ['এ' শ্রেণীর রেলওয়ে স্টেশন]
স্টেশন কোডপিআরআর
অঞ্চল দক্ষিণ পূর্ব রেল
বিভাগ আদ্রা রেলওয়ে বিভাগ
ইতিহাস
চালু১৮৯০
বৈদ্যুতীকরণ১৯৬১-৬২
আগের নামবেঙ্গল-নাগপুর রেলওয়ে
যাতায়াত
যাত্রীসমূহগড়ে ৬,৫০০ (প্রতিদিন)
অবস্থান
পুরুলিয়া জংশন পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
পুরুলিয়া জংশন
পুরুলিয়া জংশন
পশ্চিমবঙ্গে অবস্থান
পুরুলিয়া জংশন ভারত-এ অবস্থিত
পুরুলিয়া জংশন
পুরুলিয়া জংশন
পশ্চিমবঙ্গে অবস্থান

ইতিহাস

সম্পাদনা

১৮৮৭ সালে নাগপুর ছত্তিশগড় রেলপথকে আপগ্রেড করার লক্ষ্যে এবং তারপর এটি বিলাসপুর থেকে আসানসোল পর্যন্ত বিস্তৃত করার জন্য বেঙ্গল নাগপুর রেলওয়ে গঠিত হয়, যাতে হওয়ায় হাওড়া-মুম্বাই রুটটি একাধিক এলাকা থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত হয়। বেঙ্গল নাগপুর রেলওয়ে প্রধান হাওড়া-দিল্লি মূল লাইনের নাগপুর থেকে আসানসোলের লাইনটি ১৮৯১ সালের ১ ফেব্রুয়ারি পণ্য পরিবহনের জন্য খোলা ছিল।[১]

পুরুলিয়া-রাঁচি লাইন ১৯০৭ সালে BNR একটি সংকীর্ণ গেজ রেলপথ হিসাবে খোলা হয়।[২] রাঁচি-কোটশীলা বিভাগ ১৯৬০ সালে বিস্তৃত গেজ এবং পরে ঘাটশিলা-পুরুলিয়া বিভাগে আপগ্রেড করা হয়েছিল।[১]

বৈদ্যুতীকরণ

সম্পাদনা

১৯৬১-২৬ সালে পুরুলিয়া-চক্রধরপুর, কান্দরা-গোমরারিয়া, সিনি-আদিত্যপুর, আদিত্যপুর-তাতানগর, চক্রধরপুর-মনোহরপুর ও মনোহরপুর-রউরকেলা বিভাগগুলি বিদ্যুতায়িত হয়।[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Major Events in the Formation of S.E. Railway"। South Eastern Railway। ২০১৩-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-১০ 
  2. "IR History: Part - III (1900 - 1947)"। IRFCA। সংগ্রহের তারিখ ২০১২-১১-১২ 
  3. "History of Electrification"। IRFCA। সংগ্রহের তারিখ ২০১২-১১-১০  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)