পুরী রেলওয়ে স্টেশন

ভারতের উড়িষ্যা রাজ্যের রেলওয়ে স্টেশন

পুরী রেলওয়ে স্টেশন একটি টার্মিনাল ট্রেন স্টেশন এবং ভারতের ওড়িশা রাজ্যের সমুদ্র উপকূলীয় মন্দির শহর পুরীকে রেল পরিষেবা প্রদান করে।

পুরী
এক্সপ্রেস ট্রেন এবং যাত্রীবাহী ট্রেন স্টেশন
রাতে পুরী রেলস্টেশন
অবস্থানপুরী, ওড়িশা
ভারত
স্থানাঙ্ক১৯°৪৮′৩৫″ উত্তর ৮৫°৫০′২৫″ পূর্ব / ১৯.৮০৯৭° উত্তর ৮৫.৮৪০৪° পূর্ব / 19.8097; 85.8404
উচ্চতা১২ মি (৩৯ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব উপকূলীয় রেল
লাইনখড়গপুর-পুরী রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ১,৬৭৬ এমএম (৫ ফুট ৬ ইঞ্চি)
নির্মাণ
গঠনের ধরনআদর্শ (ভূমিগত)
পার্কিংহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাপরিচালনাগত
স্টেশন কোডপিইউআরআই
অঞ্চল পূর্ব উপকূলীয় রেল
বিভাগ খুর্দা রোড
ইতিহাস
চালু১৮৯৭; ১২৭ বছর আগে (1897)
বৈদ্যুতীকরণহ্যাঁ
আগের নামইস্ট কোস্ট স্টেট রেলওয়ে
বেঙ্গল নাগপুর রেলওয়ে
অবস্থান
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৮৯৭ সালের ১ ফেব্রুয়ারি খুর্দা রোড-পুরী বিভাগটি রেল চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।[১] রেলওয়ে স্টেশনটি আরও সুবিধাসহ একটি ঐতিহ্যগত হিন্দু মন্দির কাঠামোতে পুনরায় সংস্কার করা হয়।

রেলপথ পুনর্গঠন সম্পাদনা

বেঙ্গল নাগপুর রেল ১৯৪৪ সালে জাতীয়করণ করা হয়।[১] পূর্ব রেল ১৯৫২ সালের ১৪ এপ্রিল মুঘলসরাইয়ের পূর্ব ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির অংশ এবং বেঙ্গল নাগপুর রেলওয়ে নিয়ে গঠিত হয়।[২] ১৯৫৫ সালে, দক্ষিণ পূর্ব রেল পূর্ব রেল থেকে পৃথক করা হয়। এটি বেশিরভাগ পূর্বের বেঙ্গল নাগপুর রেল দ্বারা চালিত রেলপথের সমন্বয়ে গঠিত।[২][৩] ২০০৩ সালের এপ্রিলে শুরু হওয়া নতুন জোনের মধ্যে পূর্ব উপকূলীয় রেল এবং দক্ষিণ পূর্ব মধ্য রেল ছিল। এই উভয় রেলপথ দক্ষিণ পূর্ব রেল থেকে পৃথক করে চালু করা হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Major Events in the Formation of S.E. Railway"। South Eastern Railway। ১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৩ 
  2. "Geography – Railway Zones"। IRFCA। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৩ 
  3. "IR History: Part – IV (1947–1970)"। IRFCA। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা

  উইকিভ্রমণ থেকে পুরী রেলওয়ে স্টেশন ভ্রমণ নির্দেশিকা পড়ুন।

পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেল   পরবর্তী স্টেশন
পূর্ব উপকূলীয় রেলশেষ স্টেশন