পুরানি ঈদগাহ ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি ঈদগাহ ময়দান। এটি ১৭শতকে ভারতের তেলেঙ্গানা রাজ্যে হায়দ্রাবাদে নির্মিত হয়।[১]

পুরানি ঈদগাহ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানহায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত
স্থাপত্য
ধরনমসজিদ ও ঈদগাহ ময়দান
স্থাপত্য শৈলীইসলামিক

ঈদগাহটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর দুটো বিশাল পিলার। যার সাথে মিল রয়েছে হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন মসজিদ ও সৌধ চারমিনারের পিলারগুলোর। পুরানি ঈদগাহ ভারতের ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় স্থান পেয়েছে।[২]

ট্রাস্ট সম্পাদনা

পুরানি ইদগাহ একটি ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়।

ইতিহাস সম্পাদনা

পুরানি ঈদগাহ ১৭০০ খ্রিস্টাব্দ ভারতের হায়দারাবাদের তেলেঙ্গানা রাজ্যে নির্মিত হয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Heritage award for Idgah"Siasat Daily। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১২ 
  2. "A stroll for monuments"। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১২ [অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা